বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে এখন পুরো বিশ্ব বিপর্যস্ত হয়ে পড়েছে । এছাড়া ভারত মহাদেশে করোনার প্রকোপ আরো বাড়ছে দিন দিন । গেলো রবিবার দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ ৮১ হাজার ৮৬০ জন মানুষ এবং মারা গিয়েছে ৪ হাজার ৯২ জন মানুষ । প্রানঘাতি এই করোনা ভাইরাস ছেয়ে গেছে ভারতে । তবে সংক্রমন রোধের জন্য এই মুহুর্তে বিশ্বের প্রায় প্রতিটা দেশেই এই ভ্যাক্সিন এর ওপড়েই সবচেয়ে বেশী জোর দেয়া হচ্ছে । আর এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র ৮ মাস বয়সী এক শিশুকে নাম এঞ্জো মিনকোলা কে করোনা ভ্যাক্সিন দেয়া হয়েছে । নিউইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয় শিশুটিকে ফাইজার ভ্যাক্সিন দেয়া হয় এবং সেটা তার বাবা মা এর সম্মতিতেই দেয়া হয়েছে । বাচ্চাটি এখন করোনার ভ্যাক্সিন দেয়ার পর বেশ ভালোভাবেই আছে এবং ২ ডোজ দেয়ার পরেও কোন রকম পার্শপতিক্রিয়া দেখা যায়নি । রিপোর্টার - মইন
إرسال تعليق