মুক্তি পেলো রেডিও শহরের অফিসিয়াল মিউজিক ভিডিও (ভিডিওসহ) | Sherashongbad

মুক্তি পেলো রেডিও শহরের অফিসিয়াল মিউজিক ভিডিও (ভিডিওসহ) | Sherashongbad

 


আজ সন্ধ্যা ৭ টায় মুক্তি পেয়েছে রেডিও শহরের অফিসিয়াল থিম সং - শহর রেডিও শহর। আর সাথে সাথে শোস্যাল মিডিয়াতে গানটি নিয়ে রিতিমত ঝড় তৈরি হয়েছে । অসাধারণ এই গানটি একই সাথে খুবই ট্রেন্ডি একটা অনুভুতি দেয় আবার একই সাথে গান্টি শুনলে কেমন যেন একই সাথে নৃত্য অনুভুতি হয় ।

 গানটি লিখেছিলেন তরুন গীতিকার গানওয়ালা আসিফ যিনি বাংলাদেশের এখনকার সময় সবচেয়ে বেশী পপুলার । গানটির সংগীত পরিচালনায় ছিলেন গান বাংলার মিউজিক ডিরেক্টর ইমতিয়াজ মজুমদার বিবেক । গানটির সুর, কন্ঠ এবং মিক্স মাস্টার্ড করেছিলেন জেফরী খান নিজেই । 

গানটির লিঙ্ক নিচে দেয়া হলো । 


রিপোর্টার - মইন 

Post a Comment

أحدث أقدم