আজ রাত ঠিক ১১-০৫ এ এনটিভির পর্দায় মুক্তি পাচ্ছে নাটক - অতঃপর | Bangla Natok Attopor | Sherashongbad

আজ রাত ঠিক ১১-০৫ এ এনটিভির পর্দায় মুক্তি পাচ্ছে নাটক - অতঃপর | Bangla Natok Attopor | Sherashongbad

                                                     
                                                                                  (অতঃপর নাটক এর পোস্টার)


ঈদ মানেই খুশি, আনন্দ আর সুন্দরতম দিন । আর এই আনন্দের দিন এ বিভিন্ন টিভি চ্যানেল এ প্রতি বছর মুক্তি পায় বিভিন্ন ধরনের নাটক। আর এসব নাটক এর মধ্যে এবার মুক্তি পেতে যাচ্ছে পরিচালক সেরনিয়াবাত শাওন এর নতুন নাটক অতঃপর । এই নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান , তানজিন তিশা আরো অনেকে । এই নাটকটির গল্প গড়ে উঠেছে একজন নারী উদ্যোক্তার ঘটনা নিয়ে । 
এখনকার সময়ে নারীরা বাসায় বসেই অনলাইন এ কিভাবে ব্যাবসা করছে তা একেবারে পরিষ্কারভাবে বোঝা যাবে এই নাটকের মাধ্যমে । নাটকটি চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন । নাটক্টি ঢাকার উত্তরা সহ আরো কিছু এলাকায় শুট করা হয়েছে । অতঃপর নাটকটি মুক্তি পাবে ঈদ এর দিন রাত ১১-০৫ মিনিটে শুধু মাত্র এনটিভির পর্দায় । 

রিপোর্টার - জামালউদ্দিন 

Post a Comment

নবীনতর পূর্বতন