দীর্ঘ ৩০ দিন সিয়াম সাধনার পর আসে ঈদ ঊল ফিতর । আর গত বছরের মত এবারো ঈদ এসেছে করোনার দুঃসহ সময়ের মধ্যে । আর করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই আজ ঈদ উদযাপন হতে যাচ্ছে । গত মাসে হটাত করে সংক্রমন আর মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সরকার লকডাউন ঘোষনা করেন । রোজার আগে লকডাউন ঘোষনা করা হয় এবং রমজানের মাঝামাঝিতে সকলের কেনাকাটার জন্য লকডাউন উঠিয়ে নেয়া হয় । কিন্তু লকডাউন খুলে দিলেও শপিং মল থেকে শুরু করে সকল প্রকার বিপনীবিতান ছিল ক্রেতা শুন্য । ঈদের ব্যাবসাও ছিল একেবারেই মন্দা ।
করোনার কারণে এবার উম্মুক্ত ময়দানে ঈদের জামাত হবে না । আর এই করোনার কারণেই এবার বিভিন্ন জাতীয় ঈদগাহ এ জামাত হবে না ।
إرسال تعليق