ভারত ফেরত এক ব্যাক্তির মৃত্যু হল কোরাইন্টাইন এ থাকা অবস্থায় | Sherashongbad
Facebook SDK
ভারত ফেরত এক ব্যাক্তির মৃত্যু হল কোরাইন্টাইন এ থাকা অবস্থায় | Sherashongbad
byসেরা সংবাদ ডেস্ক—0
ভারত ফেরত এক ব্যাক্তির কোরেন্টাইন এ থাকা অবস্থায় মৃত্যু ঘটেছে । তিনি ভারত থেকে ফিরে যশোর শহরের বলাকা হোটেল এ কোরেন্টাইন এ ছিলেন । তাকে হোটেল কক্ষেই মৃত অবস্থায় পাওয়া যায় । তার বয়স ছিলো ৫৬ বছর এবং নাম ছিলো বিমল চন্দ্র দে । প্রথমে সন্দেহ করা হয়েছিল তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু পরবর্তীতে পুলিশ এবং সাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে উচ্চ চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। পরে ৮মে তিনি এমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছিলেন অসুস্থ অবস্থ্যায়। অতঃপর যেহেতু তিনি ভারত থেকে ফিরেছিলেন তাই তাকে বাধ্যতামুলকভাবে কোরেন্টাইন এ রাখা হয়েছিল এবং হোটেল রুমেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
إرسال تعليق