করোনা ভাইরাসে আক্রান্ত যেসব ব্যাক্তির ডায়বেটিস রয়েছে এবং উচ্চ পর্যায়ে ডাইবেটিস রয়েছে তাদের এই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুকি অনেকাংশেই বেশী ।
বিরল কিন্তু ভয়ংকর প্রানঘাতী এই ছত্রাক এর আক্রমন দিন দিন বেড়ে যাচ্ছে ভারতে । কারণ ভারতে দিন দিন করোনা আক্রান্তের পরিমান বেড়েই চলেছে । ভারতে হাসপাতালগুলো ছেয়ে গেছে করোনা আক্রান্ত রোগীতে । হাসপাতালে জায়গা নেই রোগীর জন্য ।
এক সংবাদ ব্রিফিং এ ভারতের ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের পরিচালক রনদীপ গুলেরিয়া জানান, ব্ল্যাক ফাঙ্গাস মাটি, বাতাস এমনকি খাবারের মধ্যেও থাকে । তবে এই ছত্রাক এর মানবদেহের আক্রমনের ক্ষমতা কম এবং আর সাধারণ মানুষের শরীরে সংক্রমন ঘটায় না । করোনা ভাইরাসের আবির্ভাব এর আগে এই ব্ল্যাক ফাঙ্গাস এর সংক্রমন এর ঘটনা একেবারেই ছিলো না ।
রনদীপ গুলেরিয়া আরো বলেন, ব্ল্যাক ফাঙ্গাস মানুষের নাক, চোখ এবং মস্তিস্কে সংক্রমন ঘটাতে পারে । এতে মানুষ তার দৃষ্টি শক্তি হারিয়ে অন্ধ হয়ে যেতে পারে চিরতরে এমনকি এই প্রানঘাতী ছত্রাক ফুসফুসেও ছড়িয়ে পড়তে পারে ।
إرسال تعليق