দেশে আরো ৩ জন রোগীর শরীর এ করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে । ৩ জনই যশোর ও নড়াইল এর প্রাতিষ্ঠানিক কোরাইন্টাইন এ ছিলেন এবং ৩ জনই ভারত ফেরত ছিলেন । আজ মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে এই তথ্য জানানো হয় ।
ঐ সূত্রে আরো জানানো হয়, গত ১২মে ভারতফেরত ৩জনেরই নমুনা পরীক্ষা করা হয়। ১৬ তারিখ নড়াইলের ভারত ফেরত একজনের শরীর এ করোনা পজিটিভ আসে । এর পর যেহেতু তারা ভারত ফের ছিলেন তাই তাদেরকে ভারতীয় ধরন আছে কিনা তা যাচাই করার জন্য আবারো নমুনা পরীক্ষা করা হয় । এবং অতঃপর তাদের শরীর থেকে করোনার ভারতীয় ধরন ১.৬১৭.২ বি এর অস্তিত্ব পাওয়া যায় । ওই সূত্রে আরো জানানো হয় ওই ৩ জন এর মধ্যে ২ জন ছিলেন পুরুষ এবং ১ জন ছিলেন নারী। যশোর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক ইকবাল কবির জাহিদ জানান, এটা সত্যি খুব ভয়াবহ একটা ব্যাপার আমাদের জন্য । যেকোন সময় এই ইন্ডিয়ান ধরন ভয়ঙ্কর রুপে হানা দিতে পারে । তাই আমাদের এখন থেকেই সাবধান থাকা উচিত এই ব্যাপারে।
রিপোর্টার - শাকিল
إرسال تعليق