এদিকে তার পরিবার পরিজন সবাই বলছে, এটা পরিকল্পিতভাবে রোজিনা ইসলামকে হেনেস্তা করা হচ্ছে । দুর্নিতি নিয়ে লেখালেখি করায় এভাবে তাকে হেনেস্তা করা হয়েছে । তারা আরো জানান গতকাল সে কোভিট টিকা নিয়েছে । আর আজকে এভাবে কারাগারে পাঠানোর পর তার শরীর খারাপ হতে শুরু করেছে।
সূত্রে জানা যায়, শাহবাগ থানায় মামলা করার অভিযোগে বলা হয়েছে , রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের সচিবের একান্ত নথিপত্র এর ছবি তোলায় এবং সেখানকার গুরুত্বপূর্ন কাগজপত্রের ছবি তোলায় এবং একই সাথে নথিপত্র তার শরীর এ চুরীর দায়ে তার বিরুদ্ধে সিক্রেট এ্যাক্টস এর ৩ ও ৫ নম্বর ধারায় এই মামলা করা হয়। সূত্রঃ প্রথম আলো
Post a Comment