রাত পেরলই আসছে পবিত্র ঈদ-উল-ফিতর । ৩০ দিন রোজা করার পর মুসলিম সম্প্রদায় পালন করবে ঈদ । কিন্তু বর্তমানে করোনা ভাইরাস ভয়ংকরভাবে বেড়ে গেছে সারা বিশ্বে এবং বাংলাদেশেও আর এজন্য সাকিব-আল-হাসান সবাইকে আহ্বান জানিয়েছেন সবাই যেন কোন ভাবে বাসার বাইরে বেশী ঘোরাঘুরী না করে বাসায় বসে নিজ নিজ পরিবারকে সাথে নিয়ে ঈদ উদযাপন করেন ।
তাই তিনি তার নিজের ফেইসবুক ভেরিফাইড পেইজ থেকে পোস্ট করেছেন - এই ঈদে আসুন আমরা আমাদের প্রিয়জন্দের সুরক্ষার জন্য ঘরে থেকে ঈদ উদযাপন করি । সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ । সবাইকে ঈদ মোবারক ।
রিপোর্টার - মইন
إرسال تعليق