হটাট তাহসান তার ফেইসবুক টাইমলাইন এ লিখলেন "তোমার জন্য এই শনিবার একটা সারপ্রাইজ আছে ।" আর ওপাশ থেকে মিথিলা তার টাইম্লাইন এ উত্তর দিলেন "তাই ? অপেক্ষায় আছি সারপ্রাইজ এর জন্য" আর এই অদ্ভুত এবং কাকতালীয় ব্যাপারটা দেখে সবাই রিতিমত চমকে গেছে । আর এই উত্তর দেয়া নেয়ার মাধ্যমে তাদের এই অদৃশ্য বন্ধন এর ব্যাপারটা খুব ভালো করেই বুঝা যায় । তবে কি সেই সারপ্রাইজ আর কেনই বা সারপ্রাইজ এর অপেক্ষায় আছে মিথিলা তা এখনও এক বড় ধরনের রহস্য । হয়তো আগত শনিবারই এর রহস্য ভেদ হবে আবার হয়তো হবেই না । কিন্তু তাদের এই অদৃশ্য বন্ধনটা সবার মন কেড়ে নিয়েছে এবং এই মুহুর্তে সবচেয়ে বেশী ভাইরাল হয়েছে এই খবরটা । আলোড়ন হয়েছে মিডিয়া পাড়ায় ।
প্রায় ১১ বছর সংসার করে গত ৪ বছর আগে ২০১৭ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে এবং বিবাহ বিচ্ছেদ এর পর মিথিলা বিয়ে করেন ভারতীয় পরিচাল সৃজিত মুখার্জিকে ।
রিপোর্টার - মইন
Valo chilo
ReplyDeletePost a Comment