ঠিক এমনি একটা ঘটনা চিন্তা করুন তো । আপনি ঘরে নিয়ে এসেছেন এক অদ্ভুত রহস্যময় পেইন্টিং যা আপনার ঘরে রাখার পর থেকেই আজব এক ব্যাপার ঘটতে শুরু করলো আপনার সাথে । একবার মনে হচ্ছে আপনার কাছে যে পেইন্টিংটা একদম ঠিক আছে । আবার মনে হচ্ছে আপনি হারিয়ে যাচ্ছেন একটা অদ্ভুত জগতে । আবার মনে হচ্ছে আপনার নজরবন্দী করে ফেলছে এই পেইন্টিংটা ।একবার ভাবুন তো এমন একটা পেইন্টিং এর কথা যা আপনার রাখার পর থেকেই আপনার ঘরের রহমত সব নষ্ট হতে শুরু করেছে । কি করতেন আপনি তখন ? ঠিক এমনি একটা রহস্যময় পেইন্টিং এর ঘটনা নিয়ে গড়ে উঠবে ভৌতিক কথা সিজন ৩ এর ৩য় পর্ব । ভৌতিক কথার হোস্ট জেফরী ভাই বলেন - দেখুন আমি সব সময় খুজে বেরাই সবচেয়ে ইউনিক আর ইন্টারেস্টিং সব ঘটনা । যা আমার ফ্যান ফলোয়ারদেরকে দেবে অদ্ভুত আর রহস্যময়তা এবং সাথে দিবে ভয়ংকর সব অনুভুতি । আর এমনি অদ্ভুত ঘটনা সার্চ করতে করতে পেয়ে গেলাম রহস্যময় একটা তৈলচিত্রের ঘটনা । আমি নিজেই আজ রাতে স্টোরি টেলার হয়ে আপনাদের ঘটনা শোনাবো । আশা করি সবার ভালো লাগবে । আজ রাত ঠিক ১১টায় সম্প্রচারিত হবে ভৌতিক কথা সিজন ৩ এর এপিসোড ৩ ।
নীচে লিংক দেয়া হলো যারা যারা নতুন তারা অবস্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ।
-সেরা সংবাদ প্রতিনিধি
একটি মন্তব্য পোস্ট করুন