বিশ্বের অবাসযোগ্য শহরের তালিকার শীর্ষে ঢাকা। জরিপে দেখা যায় যে গোটা বিশ্বের সকল শহরের তুলনায় সবচেয়ে নিচের দিকে অবস্থান করছে ঢাকা। এতে সবচেয়ে কম বাসযোগ্য ১০টি শহরের একটি হয়ে উঠেছে রাজধানী ঢাকা।
ইকনোমিস্ট ইনটেলিজেন্স ইউনিট প্রতিবছর এই র্যাঙ্কিং প্রবর্তন করে। করোনাভাইরাস মহামারীর কারণে তালিকায় এবার বেশ পরিবর্তন দেখা গেছে। তাতে রাজধানী ঢাকার অবস্থান ১৩৭ নম্বরে।
এবারের তালিকায় সবচেয়ে বেশি বাসযোগ্য শহরের নাম নিউজিল্যান্ডের অকল্যান্ড। দ্বিতীয় অবস্থানে আছে জাপানের ওসাকা আর তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়ার অ্যাডেলেইড। চতুর্থ অবস্থানে আবারও এসেছে নিউজিল্যান্ডের আরেকটি শহর ওয়েলিংটন, পঞ্চম অবস্থানে জাপানের টোকিও।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ২০১৮ সাল থেকে এই তালিকায় শীর্ষে ছিল। কিন্তু এবার সেরা ১০ শহরের মধ্যেও স্থান পায়নি এই শহর। ২০১৯ সালে ভিয়েনার সঙ্গে একই পয়েন্টে নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন। এই শহরটিও এবার আট নম্বরে নেমে এসেছে।
তালিকায় সবচেয়ে নিচের দিকে রয়েছে সিরিয়ার দামাসকাস। তারপরে নাইজেরিয়ার লাগোস, পিএনজির পোর্ট মোর্সবাই। তারপরেই অবস্থান ঢাকার।
সূত্র : চ্যানেল আই
إرسال تعليق