চট্টগ্রামের হালিশহরে প্রথমবারের মতো চালু হলো ক্যাফেতে বসে খাবার পাশাপাশি বই পড়া ও কেনার সুযোগ। নতুন এই ক্যাফেটির নাম দেওয়া হয়েছে ‘বুক ক্যাফে’। ভিন্নধর্মী বুকক্যাফের উদ্যোক্তা সাহিত্য অনুরাগী সাদেক সরওয়ার। তিনি নিয়মিত কবিতায় এপার ওপার ও গল্পে এপার ওপার নামে দুটো সংকলন সম্পাদনা করে সাহিত্য মহলে প্রশংসা কুড়িয়েছেন।
চট্টগ্রামের সন্তান সাদেক জানান, ফ্রেশ জুস, হট কফি, কোল্ড কফি, স্মুথি ও নানাধরণের ফাস্টফুডের পাশাপাশি রয়েছে বহুমাত্রিক লেখক, কথাসাহিত্যিক মোশতাক আহমেদ বুক কর্ণার! ক্যাফেতে বসে কফিতে চুমুকের পাশাপাশি বই পড়ারও সুযোগ পাবেন আগত ভোজনবিলাসীরা। কোনো বই ভালো লাগলে ২৫% কমিশনে কিনতেও পারবেন বলে যোগ করেন তিনি।
কথাসাহিত্যিক ও পুলিশ কর্মকর্তা মোশতাক আহমেদ তাঁর উদ্যোগের প্রসংশা করে বলেন, সাদেকের ভিন্নধর্মী ভাবনায় অনেক তরুণ তরুণীরা বই পড়ায় উৎসাহিত হবে। আমি তাঁকে সাধুবাদ জানাই।
চট্টগ্রামের ভোজনবিলাসীরা কফিতে চুমুক দিতে দিতে বই পড়তে চাইলে চলে আসতে পারেন বুকক্যাফেতে
আগ্রহীদের জন্য বুক ক্যাফের গুগল ম্যাপ লিঙ্ক:https://maps.app.goo.gl/a1QcCDoe77R4X5QS7
Post a Comment