মালয়েশিয়ায় আবারও ফুল লকডাউন | Sherashongbad

মালয়েশিয়ায় আবারও ফুল লকডাউন | Sherashongbad

 


মালয়েশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও ২ সপ্তাহের জন্য ফুল লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। আগামী ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত এই ফুল লকডাউন বহাল থাকবে।  
স্থানীয় সময় শুক্রবার (১১ জুন) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।  

এর আগে গত ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত দেশব্যাপী এই ফুল লকডাউন ঘোষণা করা হয়েছিল।
এ সময়ে জরুরি সেবা ও প্রয়োজনীয় অর্থনৈতিক সেক্টর ছাড়া সব ধরণের অফিস আদালত, শপিং মল বন্ধ থাকবে। সবকিছু কঠোর লকডাউনের আওতাধীন থাকবে। পাশাপাশি আন্তঃজেলা ও আন্তঃরাজ্য ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।  বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি ইতোমধ্যে সরকার ঘোষিত বিভিন্ন বিধিনিষেধগুলোও আগের মতো বহাল থাকবে।
এদিকে, দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. আধাম বাবা বলেন, ‘জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ ও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কথা চিন্তা-ভাবনা করে সরকার এই সিদ্ধান্তটি নিয়েছেন।’

সরকার আশা করছে যে, জনগণ তাদের নিজেদের নিরাপত্তা রক্ষণাবেক্ষণ করবে এবং নির্ধারিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

দেশটিতে আজ শুক্রবার দুপুর পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৮৪ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৬ হাজার ৪১১ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ৩ হাজার ৭৬৮ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ লাখ ৬৩ হাজার ৭৭৯ জন।

সূত্র : সময় নিউজ 

Post a Comment

أحدث أقدم