বিশ্ব পরিবেশ দিবসে SWAN এর বার্তা

বিশ্ব পরিবেশ দিবসে SWAN এর বার্তা

 


বালাদেশের জীববৈচিত্র্যের মূল কেন্দ্র সুন্দরবন। যেই সুন্দরবন আমাদের এবং এদেশকে একাধিক বার ভয়াবহ ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মোকাবিলা করে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। সেই সুন্দরবন এর পক্ষ থেকে সকলকে জানাই বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা। 


‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এবারের পরিবেশ দিবস। আসুন আমরা প্রতিজ্ঞা করি আর নয় পাখি শিকার, আর নয় প্রাণী হত্যা, আর নয় বৃক্ষ নিধন।  


সরকারের প্রতি আমাদের চাওয়া থাকবে জীব- বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে মুক্তির লক্ষ্যে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা। একই সঙ্গে প্রয়োজন সম্ভাব্য পরিবেশ বিধ্বংসী উন্নয়ন প্রকল্প হাতে না নেওয়া সহ পূর্বে গৃহীত সম্ভাব্য পরিবেশ বিধ্বংসী প্রকল্প সমূহ পুনর্মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ।


বাংলাদেশে জীববৈচিত্রের অমূল্য আধার সুন্দরবন। এই সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে বারবার সুন্দরবন আমাদের রক্ষা করে আসছে। তাই আসুন আমরাও সুন্দরবন কে রক্ষা করি। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে আসুন আমরা বেশি করে বৃক্ষ রোপণ করি। পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পরিবেশ দূষিত হয়ে গেলে ধ্বংস হবে সমগ্র সভ্যতা। 


১৯৭৪ সাল থেকে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ ৫ জুন ২০২১ ইং এ এসে আমরা এবারের দিবসটি পালন করছি। গত বছর সবচেয়ে ভালো একটি পরিবেশ দিবস পালন করছি আমরা। কথাটি বলার কারণ হলো ওই সময়ে করোনা পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে এখন লকডাউন চলেছে। এতে করে পরিবেশ তার আপন রূপে ফিরে এসেছিল। 


তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও আমরা যেন পরিবেশের ভারসাম্য রক্ষায় যথাযথ ভূমিকা পালন করি। আমাদের কারণে যেন আর ক্ষতিগ্রস্থ না হয় আমাদের বেঁচে থাকার অন্যতম বন্ধু এই পরিবেশের। তাহলেই সার্থক হবে আমাদের জীবন। সুন্দর হবে আগামীর পৃথিবী। নতুন প্রজন্ম পাবে সতেজ নিশ্বাস। 

-সেরা সংবাদ প্রতিনিধি

Post a Comment

Previous Post Next Post