১৯৫২ সালের কথা । দিনটি ছিলো ১লা ডিসেম্বর । হঠাৎ সেদিন যুক্তরাস্ট্রের পত্রপত্রীকায় একটা খবর ছাপা হয় যা গোটা নিউয়র্ক বাসীকে হতবাক করে দিয়েছিলো । ওইদিনের নিউ ইয়র্ক ডেইলি নিউজ পেপারটি কিনতে রিতিমত মানুষের ভীড় জমে গিয়েছিলো স্টল্গুলোতে ।
সেই দিনের নিউজপেপার এ একটা নিউজ ছাপা হয়েছিলো যার শিরোনাম ছিলো অনেকটা এরকমঃ .
সাবেক এক সৈন্য রুপান্তরিত হলো সুন্দরী ব্লন্ড নারীতে। এই নিউজ এর পর রিতিম আলোরন ছড়িয়ে পড়ে চারিদিকে । সাবেক ওই সৈন্যের নাম ছিলো জর্জ জোর্গেশন, জানা যায় ইউরোপের একটি দেশ ডেনমার্কে অপারেশন এর মাধ্যমে তার লিংগ পরিবর্তন করে একজন নারী হন। এর পর তার নাম দেয়া হয় ক্রিস্টিন জোর্গেশন। অপারেশনের ২ মাস পর সেই খবরটি ছাপা হয় , যেখানে দেখানো হয় একজন সুন্দরী নারী নিউ ইয়োর্ক এয়ারপোর্টে বিমান থেকে নেমে আসছে এবং সেখানে অপেক্ষামান সাংবাদীকরা তাকে ঘিরে ধরেছে ।
এই ঘটনার পর রাতারাতি এটা একটা চাঞ্চল্যকর বিষয়ে পরিণত হয়। পরে তিনি রাতারাতি হলিউড এর তারকা বনে যান । পরবর্তিতে ১৯৮০ দশকের টাইট রুটস আওয়ার ক্রিস্টিনের সাথে সাক্ষাত করেন এবং তিনি ক্রিস্টিনকে নিয়ে রিতিমত সিনেমাও বানিয়েছিলেন ।
إرسال تعليق