📆 শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫🕑 ৯টা:৫৭মিনিট:৩৫সেকেন্ড পূর্ব-মধ্যাহ্ন
ছাত্র অধিকার পরিষদের মধ্যে কোন বিভক্তি নেই | Sherashongbad

ছাত্র অধিকার পরিষদের মধ্যে কোন বিভক্তি নেই | Sherashongbad

 


বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন ও যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়টি সমাধান হয়েছে বলে নিশ্চিত করছেন নুরুলহক নুর ও রাশেদ খাঁন।


রোববার (৪ জুন) বাংলাদেশ ছাত্র,যুব এবং শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর জানান, বিষয়টি নিয়ে আমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল তা আমরা বসে সমাধান করে নিয়েছি।দেশ এবং দেশের মানুষের জন্য আমরা সবসময় একসাথে কাজ করে যাব।


ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন,নুরুলহক নুর ও আমার মধ্যে যে ভুলবোঝাবুঝি হয়েছিলো,সেটা আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়েছে।


রাশেদ খাঁন আরো বলেন,নুর ও আমার মধ্যে কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিন থেকে সুসম্পর্ক ছিলো, ভবিষ্যতেও সম্পর্ক ধরে রেখে নিজেরা ঐক্যবদ্ধ থাকার সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।


সূত্র : নবদূত

Post a Comment

Previous Post Next Post