ভুত বিশ্বাস করেন না এমন মানুষ আপনি অনেক বেশী খুজে পাবেন অথচ ভুতে ভয় পায় না এমন একটি মানুষও আপনি খুজে পাবেন না । ঠিক এমনি রহস্যময় এই ভৌতিক জগতটা । একই সাথে রহস্য এবং একই সাথে ভয় দুটো ব্যাপার এক সাথে মিলিয়েই ভৌতিক কথার সৃষ্টি। এই অদ্ভুত ভুতুরে প্রোগ্রামটি গত ১ বছর যাবত বেশ জনপ্রিয়তার সাথেই সম্প্রচারিত হয়ে আসছে । প্রতি শুক্রবার রাত ১১ঃ৩০ এ সম্প্রচারিত হয় ভৌতিক কথা । অনুষ্ঠানটিতে ভয়ংকর সব ঘটনা পড়ে শোনান এবং একই সাথে অনেক ভয়ানক ঘটনা মানুষের কাছ থেকে শুনেন সয়ং এই প্রোগ্রাম এর হোস্ট জেফরী খান । এই প্রোগ্রামটি খুব সফলভাবেই গত ১ বছরে ২ টি সিজন সম্প্রচারিত করেছে এবং এখন চলছে সিজন ৩ এর এপিসোড । এই অনুষ্ঠান্টির এই মুহুর্তে বাংলাদেশের রেকোর্ডধারী একটা অনুষ্টান । এর কারণ হলো এই অনুষ্ঠানের একটি এপিসোড যা ১ বছর পুর্তীতে স্পেশাল একটি এপিসোড করেছিলেন জেফরী ভাই । যার সম্প্রচারিত হয়েছিলো ৮ ঘন্টা যাবত । বাংলাদেশের ইতিহাসে যেকোন ভৌতিক প্রগ্রামের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে বিশাল এপিসোড ছিলো ভৌতিক কথার এনিভার্সারী স্পেশাল মহা এপিসোড।
আজ থাকছে ভৌতিক কথা প্রোগ্রামের সিজন ৩ এর ১৪ তম এপিসোড । যা সম্পূর্ন লাইভ সম্প্রচারিত হবে । সবাইকে এই প্রোগ্রামটি শোনার অনুরোধ জানানো হচ্ছে । নীচে লিংক দেয়া হলো ।
إرسال تعليق