দিন দিন অনেক বেশী জনপ্রিয় হয়ে উঠেছে ই-কমার্স । আর ইন্টারনেট ও প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে পণ্য ও কেনাবেচা সেবার জন্য ই-কমার্স সবচেয়ে বেশী ব্যাবহৃত হচ্ছে ।
আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যাবসায়ী বা চক্র গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে । আর এমনি একটি মাধ্যম হলো রিং আইডি। ইভ্যালির মতন রিং আইডিতেও প্রচুর পরিমানে বিনিয়োগ করে গ্রাহকরা দুর্ভোগ এর শিকার হচ্ছে।
নতুন আইডি খোলার নামে এবং বিশাল আয়ের নানা রকম লোভ দেখিয়ে রিং আইডি গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। আর অধিক লাভের আশায় মানুষ এই রিং আইডিতে বিনিয়োগ করছে । আর বিনিয়োগ করেই দুর্ভোগ এর শীকার হচ্ছে গ্রাহকরা ।
বেশ কয়েকজন গ্রাহক এর সাথে কথা বলে জানা যায়, গোল্ড মেম্বারশীপ কেনার জন্য ২২ হাজার টাকা বিনিয়োগ করেন তারা। একাউন্ট থেকে টাকাও ঠিকই কেটে নেয়া হয়। কিন্তু এর পর আর আইডি এক্টীভ হয়নি। এই বিষয়ে রিং আইডির সাথে তারা কথা বল্লেও কোন কাজ হয়নি ।
এই প্রতিষ্ঠান্টির কয়েকটি প্যাকেজ রয়েছে। সিল্ভার মেম্বারশীপ ও গোল্ড মেম্বারশীপ। সিল্ভার মেম্বারশীপ এর মুল্য ১২ হাজার টাকা আর গোল্ড মেম্বারশীপ এর মুল্য ২২,০০০ টাকা ।
মেম্বারশীপ পাওয়ার পর আইডিতে বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখতে হয় । আর বিজ্ঞাপন দেখলেই একাউন্টে প্রতিদিন ২৫০টাকা যোগ হবে আর গোল্ড মেম্বারশীপ এ ৫০০টাকা করে জমা হবে এবং মাস শেষে ১৫০০০ টাকা ইনকাম এর বিশাল অফার দেয়ার কথা দাবি করা হয় । আর এমনি লোভনীয় অফার এর কথা মাথায় রেখে অনেকেই বিনিয়োগ করে থাকেই এই প্রতিষ্ঠান এ।
২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট দেওয়ার নিয়ম থাকলেও দিনের পর দিন এবং মাসের পর মাস ঘুরেও টাকা পাননা গ্রাহকরা । আর এভাবেই গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে এই প্রতিষ্ঠান। তাদের অফিসিয়াল ওয়েব সাইট - www.ringid.com
إرسال تعليق