অবশেষে ইভ্যালিকে নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া | Sherashongbad.com

অবশেষে ইভ্যালিকে নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া | Sherashongbad.com

 

(ছবিঃ শবনম ফারিয়া)

বহুল আলোচিত এবং সমোলাচিত প্রতিষ্ঠান ইভালিকে নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী শবনম ফারিয়া। ইভালিতে শবনম ফারিয়া প্রধান জনসংযোগ প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন এবং কর্মরত ছিলেন। তিনি জানান প্রধান জনসংযোগ প্রতিনিধি হিসেবে যোগদান করার পর ৩ মাস কাজ করা সত্তেও একবারো বেতন পাননি তিনি । আর একারনেই ১ মাস আগেই শবনম ফারিয়া ইভালি থেকে বেরিয়ে আসেন । 

এর কিছু আগে তাহসান খান জানান তার সাথে ইভালির কোন সংযোগ এবং সম্পর্ক নেই । ১০ই মার্চ ‘ইভ্যালি’র ‘ফেইস অব ইভ্যালি’ (শুভেচ্ছাদূত) ঘোষণা করা হয় তারকা শিল্পী তাহসান খানকে। পরের মাসে ইভালির কর্মকান্ড নিয়ে প্রশ্ন উঠলে ইভালি তার গ্রাহকদের সময় মত পণ্য পৌছে দিতে না পারাতে ধিরে ধিরে তোপের মুখে পড়তে থাকে ইভালি । সব কিছু বিবেচনা করে , মে মাসে মাঝামাঝিতেই তাহসান সেচ্ছায় ইভ্যালি থেকে সরে যান। 

তাহসান খান গণমাধ্যমকে জানান, ‘ইভ্যালির সঙ্গে আমি নেই। এর বেশি কিছু জানানোর কিছু নেই।’

Post a Comment

أحدث أقدم