সাইকো থ্রিলার গল্প নিয়ে আসছে আনিছ শিকদারের কল্প | Cinema Kolpo News | Sherashongbad

সাইকো থ্রিলার গল্প নিয়ে আসছে আনিছ শিকদারের কল্প | Cinema Kolpo News | Sherashongbad

 

রোল ক্যামেরা এ্যাকশন প্রযোজিত এবং আনিছ শিকদার পরিচালিত সাইকো থ্রিলার সিনেমা "কল্প "। 


(কল্প সিনেমার শুটিং এর সময় ধারণ করা কিছু মুহুর্ত)

মহাত্মা গান্ধীর একটা হিন্দি প্রবাদ ছিলো "যো দেখতা  হ্যা ও  হোতা নেহী, ওর যো হোতা  হ্যা ও  দেখতা নেহী হ্যা"  এর মানে হলো "যা চোখে দেখা যায় তা বাস্তবতা নয়; এবং যা কিছু বাস্তব তা চোখে দেখা যায় না । "কল্প" সিনেমাটা হচ্ছে ঠিক এমনি এক অদ্ভুত সাইকোলজিক্যাল থ্রিল ফিকশান। গোয়েন্দা রহস্য,ধাধায় ভরপুর "কল্প" 


(কল্প সিনেমার শুটিং এর সময় ধারণ করা কিছু মুহুর্ত)

কল্প হচ্ছে একটা ছোট্ট বাচ্চার নাম, এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, যাকে কেন্দ্র করে গড়ে উঠে এক অদ্ভুত সাইকো থ্রিলার ঘটনা । "কল্প" তে অভিনয় করেছেন, মৌসুমি হামিদ, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, সঞ্চিতা দত্ত, অলংকার,  ম্যাক মেহেদী, আরিফ হক, ফরহাদ লিমন, জুবায়ের, সাফওয়ানা( শিশু শিল্পী),।  সিনেমাটি লিখেছেন সুজয় কান্তি মজুমদার। সিনেমাটি ঢাকার বিভিন্ন লোকেশানে   শুটিং করা হয়েছে। এখন পর্যন্ত এই সিনেমার ২টি লট এর শুট করা হয়েছে।  একটি লট  শুট বাকি আছে। যা অক্টোবর মাসের শেষ সপ্তাহে করা হবে । 


(কল্প সিনেমার শুটিং এর সময় ধারণ করা কিছু মুহুর্ত)

এই সিনেমার গল্প নিয়ে সিনেমার পরিচালক আনিছ শিকদার এর সাথে কথা বললে তিনি সেরা সংবাদকে জানান,  কল্প হচ্ছে এমন একটি সিনেমা যেখানে দর্শক  পাবে থ্রিলার, একই সাথে পাবে ক্রাইম ইনভেস্টিগেশন এর এক অদ্ভুত অনুভুতির সাথে  টান টান উত্তেজনা  ও পারিবারিক, সামাজিক সচেতনতা,সতর্কতা মুলক বার্তা । কল্প আমার ড্রিম প্রজেক্ট । আশা করি সকল শ্রেণীর মানুষ অনেক পছন্দ করবে গল্পটা ।  সিনেমা হলে পরিবার নিয়ে উপভোগ করার মতো সিনেমা "কল্প"

(কল্প সিনেমার শুটিং এর সময় ধারণ করা কিছু মুহুর্ত)

"কল্প" সিনেমায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের  লজিস্টিক সাপোর্ট দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি ও ধন্যবাদ জানাই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন হেড কোয়ার্টার এর সকল কর্মকর্তাদের।সেই সাথে শিল্পী কুলাকুশলীদের ধন্যবাদ।


সেরা সংবাদ মিডিয়া ডেস্ক 

Post a Comment

Previous Post Next Post