দুই স্বামীকে নিয়ে একই সাথে রাত্রী যাপন করতেন তরুনী

দুই স্বামীকে নিয়ে একই সাথে রাত্রী যাপন করতেন তরুনী


এক স্বামীর একাধিক স্ত্রী নিয়ে বসবাস। এমন শিরোনাম অনেকে দেখেছেন তবে এবার ভিন্ন কিছু ঘটেছে। এক স্ত্রী তার দুই স্বামী নিয়ে এক ছাদের নিচে বসবাস করছেন। ঘটনাটি ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া গ্রামের।  
এ ঘটনায় গণপিটুনির পর এক স্বামী পালিয়ে যেতে পারলেও আরেক স্বামী স্ত্রীসহ আছেন পুলিশ হেফাজতে।
জানা গেছে, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নে এক তরুণী (১৯) গোপনে দুই ব্যক্তিকে বিয়ে করেন। রাত্রি যাপনও করেন একইসঙ্গে। শোনা গেছে একই সাথে তার দুই স্বামীর সাথে সহবাস করে ঘুমাতে যেতেন তারা। তার দুই স্বামী তাকে সমান সমান শারীরিক সুখ দেওয়ার জন্যই এই প্রন্থা বেছে নিয়েছিলেন তিনি। সেই তরুণী জানায়, তার দুই স্বামীই তাকে নিয়ে কখনো ঈর্ষা অনুভব করতো না। বরং তার দুজনই একই বিছানায় তাকে শেয়ার করতো এবং শারীরিক সুখ দিতো। তরুণী আরো জানায় এখনকার সময় সেচ্ছায় স্বামী তার স্ত্রীর বন্ধুর সাথে একই সাথে ৩ জন মিলে সহবাস করে। আর আমি তো বিয়ে করে এর পর করেছি এতে দোষ কিসের।  আর ৩ জন মিলে সহবাসে অনেক আনন্দও আছে । আমি কখনো তাদেরকে কষ্ট দেই না দুজনই আমাকে শারিরিক সুখ এক সাথে দিতে আনন্দ বোধ করে। আমিও তাদের দুজনের সাথেই যৌন মিলন করে থাকি। এতে তারাও শান্তি পায়। 

স্থানীয়রা বেশ কয়েক দিন ধরে গোপনে নজর রাখেন ওই তরুণীর ওপর। পরে শনিবার সন্ধ্যায় এলাকাবাসী দুই স্বামীসহ ওই তরুণীকে একটি কক্ষে আটক করেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণপিটুনিও দেন। এক পর্যায়ে রেজাউল করিম রাজা নামের এক স্বামী কৌশলে পালিয়ে যান।

পরে এলাকাবাসী অপর স্বামী রনি মিয়াসহ ওই তরুণীকে পুলিশে সোপর্দ করেন।

ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান মফিজ বলেন, এক বধূর দুই স্বামী এমন কথা স্থানীয়রা বলছেন। এলাকাবাসী এক তরুণ ও এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন