২০২১ সালের ২ অক্টোবর সামান্থা-নাগা ভক্তদের জন্যে খুবই দুঃখের একটি দিন ছিলো। এই দিনই চার বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সামান্থা।
দক্ষিণী সুপারস্টার নার্গাজুনের ছেলে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার পর্দার প্রেম এবং বাস্তব প্রেম নিয়ে অনেক মাতামাতি ছিল ভক্তদের মাঝে। কিন্তু হটাৎ করেই তাদের এধরনের বিচ্ছেদ এর কথা শুনে ভক্তদের মনে বিষাদ কাজ করেছিলো।
বিচ্ছেদের কারণ হিসেবে বিভিন্ন কারণ শোনা গেলেও গুঞ্জন ছিলো, খোলামেলা দৃশ্যে সামান্থার অভিনয় নিয়ে নাগা এবং তার মা-বাবা খুবই আপত্তি জানিয়েছিলেন। তবে এ বিষয়ে সামান্থা-নাগা কেওই কখোনই মুখ খুলেননি।
সম্প্রতি শোনা যাচ্ছে, বিয়েতে যে শাড়িটি সামান্থা পরেছিলেন, তা প্রাক্তন স্বামীর কাছে ফেরত পাঠিয়েছেন। তেলুগু ইন্ডাস্ট্রির খবর, সাদা রঙের বিয়ের সেই দক্ষিণী শাড়ি নাগার ঠাকুমার। তাই সেই শাড়ি তিনি ফেরত পাঠিয়েছেন।
إرسال تعليق