আজ ১৯ জুন আন্তর্জাতিক বাবা দিবস। আর আজকের এই দিনটি বিশেষকরে এই দিনের মাত্র দুদিন আগেই অর্থাৎ ১৭ই জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায় অভিনীত বহু আলোচিত এবং প্রতীক্ষিত সিনেমা ‘আয় খুকু আয়'(Ay khuku Ay)। এই সিনেমায় একজন হকারের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
একেবারে খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের এক বাবা ও মেয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি। একেবারে খুবই সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের বাস্তবতার চিত্রই তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে। প্রসঙ্গত এই সিনেমার শুটিং শুরুর আগে থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রস্থেটিক মেকাপ হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।
এই আলোচিত সিনেমা মুক্তির আগে থেকেই মুম্বাই থেকে অমিতাভ বচ্চনের প্রশংসা পেয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলা মহারাজ স্বয়ং সৌরভ গাঙ্গুলীও। এছাড়া সিনেমা মুক্তির পর পরই বাবার অভিনয়ের প্রশংসা করেছিলেন ছেলে তৃষাণজিৎও।এবার সুদূর মুম্বাই থেকেই ছেলের সিনেমার ট্রেলার দেখে প্রসংশা করে তাঁর উদ্ধেশ্যে একটি খোলা চিঠি লিখে ফেললেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
সিনেমার ট্রেলরেই ছেলে বুম্বার লুক দেখে প্রথমে চমকে উঠেছিলেন বাবা বিশ্বজিৎ। সিনেমাতে নির্মলের চরিত্রে প্রসেনজিতের লুক নাকি হুবহু তাঁর বাবা অর্থাৎ প্রসেনজিতের দাদু তথা চিকিৎসক রঞ্জিত কুমার চট্টোপাধ্যায়ের মতো লাগছে। সেইসাথে অভিনেতা জানালেন প্রসেনজিৎ এবং তার বাবা রঞ্জিত কুমারের জন্মদিনও নাকি একই দিনে,অর্থাৎ ৩০সেপ্টেম্বর।
এদিন এই বর্ষীয়ান অভিনেতা বলেন আয় খুকু আয় সিনেমাটি বাংলা সিনেমার ইতিহাসে একটি নতুন দিক খুলে দিতে চলেছে
একটি মন্তব্য পোস্ট করুন