প্রথম প্রেম এবং এর পর ব্রেকাপের পুরো ঘটনা জানালেন পায়েল সরকার

প্রথম প্রেম এবং এর পর ব্রেকাপের পুরো ঘটনা জানালেন পায়েল সরকার

 

টলিউডে এই মুহুর্তে প্রচন্ড জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় বোকাসোকা  সেই জয়িতা অথবা ‘প্রেম আমার’ সিনেমাতে-এর চটপটে রিয়া; চিরচেনা বাঙালি নারীর রূপে বরাবরই প্রশংসিত পায়েল। 

সম্প্রতি মুক্তি পেয়েছে পায়েল সরকারের নতুন একটি সিনেমা, নাম‘জালবন্দি’। এর ফাঁকে আরেকটি সিনেমা ‘এনক্রিপ্টেড’-এর প্রচার চালাচ্ছেন। তাই বলা যেতেই পারে এই মুহুর্তে তিনি খুবই ব্যাস্ত সময় পার করতেছেন । 

সিনেমার প্রচার প্রসারনার স্বার্থেই কলকাতার একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পায়েল। সেখানে ইন্টারভিউতে তিনি তার প্রথম প্রেম ও ব্রেকআপের কথা জানান ডিটেইল এ জানান। পায়েল বলেন, ‘আমি যখন ১৫-১৬ বছর বয়সী, তখন প্রথম প্রেমে পড়েছিলাম। আবার সেটা ভেঙেও যায়। মন ভাঙার পর হতাশ না হয়ে ভেবেছি, আমার জীবনে আরও বড় কিছু অপেক্ষা করছে। জীবনে বাধা আসবে, কিন্তু উঠে দাঁড়াতেই হবে আমাকে।’

Post a Comment

Previous Post Next Post