ভুল ভুলাইয়া ২ সুপার ডুপার হিট, নায়ককে ৫ কোটি টাকার গাড়ি উপহার দিলেন প্রযোজক | Bhool Bhulaiya 2 | Kartik Aaryan

ভুল ভুলাইয়া ২ সুপার ডুপার হিট, নায়ককে ৫ কোটি টাকার গাড়ি উপহার দিলেন প্রযোজক | Bhool Bhulaiya 2 | Kartik Aaryan



 গত ২ বছর ধরেই বলিউডে যেন হিট সিনেমা নেই বললেই চলে। সব বস্তাপচা পুরোন গল্প নাহলো পুরো গল্পই খারাপ। এরই মধ্যে দক্ষিনি সিনেমাগুলো দাপিয়ে দাপিয়ে ব্যাবসা করে ফেলছে । এই ভয়ংকর সময়ের মধ্যে যেন এক অসামান্য সাফল্য এনে দিয়েছে ‘ভুল ভুলাইয়া ২’সিনেমাটি। গত ২০ মে মুক্তি পায় এই সিনেমাটি । মুক্তি পাওয়ার পর ১ মাসে এই সিনেমাটি আয় করেছে ২০০ কোটির কাছাকাছি। এর ফলে লগ্নি তুলে সিনেমাটি হিট হয়ে গেছে আগেই। তাই সিনেমার প্রোযজক ও দারুন খুশি । 

আর এই খুশি ধরে রাখতে না পেরে সিনেমার নায়ক কার্তিক আরিয়ানকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেল এবং একই সাথে পৃথিবীর সবচেয়ে বৃহত ইউটিউব চ্যানেল টি সিরিজ এর ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমার। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনা বলা হয়েছে, গাড়িটির মডেল ম্যাকলারেন জিটি। এটি মারাত্মক বিলাসবহুল স্পোর্টস কার। ভারতেই গাড়িটির দাম ৪ কোটি ৭০ লাখ রুপির মতো। বাংলাদেশি মুদ্রায় সেটা সাড়ে ৫ কোটি টাকারও বেশি!

আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই গাড়িটি বর্তমান ভারতে  শুধু মাত্র কার্তিক আরিয়ানের কাছেই রয়েছে। তিনি ছাড়া কারো কাছেই বিলাসবহুল গাড়িটি নেই। বলাই বাহুল্য, কার্তিককে অনন্য এক উপহার দিয়েছেন প্রযোজক ভুষণ।


সেরাসংবাদ ডেস্ক

Post a Comment

নবীনতর পূর্বতন