টলিপাড়ার অভিনেতাদের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নামটা অনেক বেশ পরিচিত। কেননা প্রতিদিন টেলিভিশনের পর্দায় দেখা মেলে এই অভিনেতার। সম্প্রতি অভিনেতাকে নিয়ে একটা খুশির খবর মিলেছে। অভিনেতার রয়েছে ছোট্ট একটি সন্তান। ছোট্ট ছেলে সহজ এবার বাবার হাত ধরেই অভিনয়ের জগতে পা রাখতে চলেছে। বাবা রাহুল বন্দ্যোপাধ্যায়েরই পরিচালিত ছবি ‘কলকাতা ৯৬’ এ অভিনয় করতে দেখা যাবে তাকে।
গেলো রবিবারেই নাকি ছেলেকে ছবির চিত্রনাট্য পরিয়ে সাইন করেছেন তিনি। আর নিজেই সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন সকলের সাথে। অবশ্য সাথে নতুন যাত্রার একটি ছবিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনেতা। ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘নিউ বিগিনিং’। রাহুল ও প্রিয়াঙ্কা দুজনের মাঝে বসে থাকতে দেখা যাচ্ছে ছোট্ট সহজকে এই ছবিতে। তাঁর হাতে বেশ কিছু কাগজপত্রও দেখা গিয়েছে।
সেরাসংবাদ ডেস্ক
إرسال تعليق