ঐশ্বরিয়া রায় ছবির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ
মোটামুটি বলা যেতে পারে প্রায় তিন বছর পর আবারো বড় পর্দায় ফিরতে চলেছেন বলিউড সুপার স্টার এবং সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তাঁর প্রিয় পরিচালক মণিরত্নমের ‘পোন্নিয়্যান সেলভান’ ছবির মধ্য দিয়ে আবার তাঁকে দেখা যাবে আবারো রুপালি পর্দায়।
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ছবিটির প্রথম টিজার। আর টিজার প্রকাশের পর থেকেই একেবারেই স্বস্তিতে নেই এই ছবির পরিচালক। এরপরই যে মণিরত্নম ও এই ছবির অভিনেতা চিয়ান বিক্রমের বিরুদ্ধে আদালতে নোটিশ জারি করা হয়।
ভারতীয় সংবাদপত্র সূত্রে, সেলভান নামের এক আইনজীবী আদালতে অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, এই সিনেমাতে ইতিহাসের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং চোল রাজবংশের ঐতিহ্য ও মর্যাদাকে সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না। এই আইনজীবীর বক্তব্য অনুয়ায়ী, ছবিতে অনেক দৃশ্যই অনেক ভাবে ভুল ভাল দেখানো হয়েছে যা একেবারেই গ্রহনযোগ্য নয় । সিনেমাতে দেখানো হয়েছে চোল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েও আদিত্য কারিকালানের কপালে কোনো দিন তিলক দেখা যায়নি।
ছবির টিজারে এই চরিত্রে অভিনয় করা বিক্রমের কপালে তিলক দেখানো হয়েছে। এ ধরনের দৃশ্য চোল বংশকে অসম্মানিত করে।
শুধু তা-ই নয়, আদালতে এই আইনজীবী দাবি তুলেছেন, সারা দেশে ছবিটি মুক্তির আগে যেন বিশেষ স্ক্রিনিংয়ে ছবিটি দেখার ব্যবস্থা করে পরিচালক ও প্রযোজক সংস্থা। সেখানে দেখা হবে ছবিতে ইতিহাসের কোনো ভুল ব্যাখ্যা হয়েছে কি না। আর এই ব্যাপারে দায়িত্ব নেবেন ছবির নির্মাতারা। তবে এই আইনজীবী ছবি নিয়ে প্রশ্ন তুললেও, এ ব্যাপারে মুখ খোলেননি পরিচালক মণিরত্নম ও অভিনেতা বিক্রম।
পরিচালক মণিরত্নম বর্তমানে করোনায় আক্রান্ত। চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক। মণিরত্নম বরাবরই ঐশ্বরিয়ার প্রিয় পরিচালক। এই পরিচালকের বহু ছবিতেই তাঁকে দেখা গেছে। তার মধ্যে কয়েকটি ‘ইরুভার’, ‘গুরু’, ‘রাবণ’ আর এবার ‘পোন্নিয়্যান সেলভান’।
সাবেক বিশ্বসুন্দরী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বিক্রম, জয়রাম রবি, কার্তি, তৃষা, শোভিতা ধূলিপালা প্রমুখ। ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় দেখা যাবে। আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।
সূত্র- প্রথম আলো
সেরাসংবাদ ডেস্ক
Post a Comment