বলিউড এ নাইকা কাজলকে কে না চিনে । আর তার সাথে সুপারহিট হিরো অজয়দেবগান আর এই জুটি সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে নতুন করে পাপারাজ্জিদের দৌলতে ইন্টারনেট সেন্সেশন হয়ে উঠছেন অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন।
এমনিতেই বলিউডের স্টার কিডরা সর্বদাই লাইমলাইটে থাকেন। তেমনি বর্তমানে নাইসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়াতে তাঁর একাধিক ছবি ভাইরাল তালিকায় নাম লিখিয়েছে। এমনকি এখনও অব্দি বলিউডে কোনো কাজ করার আগেই নাইসার নামে একাধিক ফ্যানপেজ রয়েছে। মাঝেমাঝেই সৌন্দর্যের জন্য নাইসা খবরের শিরোনামে চলে আসেন।
আসলে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন অজয় দেবগনের কন্যা। প্রায়ই পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে সময় কাটানোর বিশেষ মুহূর্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন তিনি। নেটদুনিয়ায় বড় সংখ্যক ফলোয়ার রয়েছে তাঁর। তবে বর্তমানে এক বিতর্কের জেরে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে এসেছেন নাইসা। ঠিক কি হয়েছিল বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আসলে অজয় কন্যা নাইসা বর্তমানে স্পেনে রয়েছেন। সেখানেই তিনি বন্ধুদের সাথে দিনরাত পার্টি করছেন। সেরকমই একদিন পার্টির মাঝে দুটি ছেলের খুব কাছে এসে, বরং বলা ভালো একে অপরের কোলে উঠে বসে ফটোশুট করে সোশ্যাল মিডিয়ারের ছবি পোস্ট করেন। আর তিনি নিজেই বলেছেন তিনি রাত কাটিয়েছেন তাদের সাথে । আর সেই ছবি ঘিরেই শুরু হয় বিতর্ক। তবে নাইসা জানিয়ে দিয়েছেন যে তিনি স্পেনে তার বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন শুধুমাত্র।
সেরাসংবাদ ডেস্ক
إرسال تعليق