অনন্ত বর্ষার নতুন চমক, এবার অতিথী এবং উপস্থাপক এর ভুমিকায় অনন্ত বর্ষা |

অনন্ত বর্ষার নতুন চমক, এবার অতিথী এবং উপস্থাপক এর ভুমিকায় অনন্ত বর্ষা |

 


বাংলাভিশনের পর্দায় এই ঈদ এ প্রচারিত হতে যাচ্ছে এক অনন্ত - বর্ষার এক বিশেষ চমক । ঈদের একটি বিশেষ  একটি অনুষ্ঠানে একান্ত আড্ডা দিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল ও তার তার স্ত্রী নায়িকা বর্ষা। রাজধানীর লা মেরিডিয়ান নামক হোটেলের রুফটফে সুইমিং পুলের পাশে ‘আড্ডা দ্য মিটিং অনন্ত-বর্ষা’ অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে। 

অনুষ্ঠানে অনন্ত জলিল ও বর্ষা দুজনই উপস্থাপক আবার দুজনই অতিথি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গুলশান হাবিব রাজীব।

‘অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ।’ এই ডায়লগের পেছনের গল্প। মানুষের বিপদে আপদে সব সময় এগিয়ে আসার প্রেরণা। অভিনেতা থেকে নেতা হওয়া, মানে রাজনীতি করার ইচ্ছে? তাদের সিনেমাগুলোর নাম বাংলা ও ইংরেজির শব্দ মিলিয়ে কেন হয়? তিনি কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং সামনে তার প্ল্যান কি এসব জানা যাবে অনুষ্ঠানে।

বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘ভিন্নভাবে দর্শকের সামনে তাদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। দীর্ঘ ৮ বছর পর অনন্ত জলিল ও বর্ষা’র সিনেমা পর্দায় আসছে। ভিনদেশী অভিনয়শিল্পীদের সঙ্গে ও দেশের বাইরে শুটিং এর অভিজ্ঞতা জানিয়েছেন তারা। এই জুটির ঈদের ছবি’সহ তাদের তারকা হওয়া ও আনন্দ-বেদনাসহ নানান গল্প দর্শক জানতে পারবেন এই অনুষ্ঠানে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’

আসছে ইদুল আযহার আগের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।


সেরাসংবাদ ডেস্ক

Post a Comment

নবীনতর পূর্বতন