ভক্তের পায়ের চিকিৎসার জন্য ২ লাখ টাকা দিলেন অনন্ত জলিল | Ananta Jalil NEWS

ভক্তের পায়ের চিকিৎসার জন্য ২ লাখ টাকা দিলেন অনন্ত জলিল | Ananta Jalil NEWS

 

সম্প্রতি মুক্তি পেয়েছে বহুল আলোচিত এবং এযাবত কালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাচেটের ছবি ‘দিন: দ্য ডে’। এই সিনেমার বাজেট ছিলো ১২০ কোটি টাকা। 

‘দিন: দ্য ডে’সিনেমার প্রচারে বগুড়ায় গিয়েছিলেন অনন্ত। তখন তিনি এক ভক্তের চিকিৎসায় নগদ ২ লাখ টাকা দিয়েছেন

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় হেলিকপ্টারে বগুড়ার কাহালু উপজেলার কালীপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ে অবতরণ করেন অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।

সেসময় তাদের দেখতে ভিড় করেন স্থানীয়রা। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন উপজেলার নিমারপাড়া গ্রামের মোজাম হোসেনের ছেলে সোহেল রানা (২৫)। তার পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই দুপায়ের সমস্যা কারণে তিনি হাঁটাচলা করতে পারেন না। হুইল চেয়ারে চলাফেরা করেন।

স্থানীয়রা জানান, অনেক আগে থেকেই সোহেল রানার সঙ্গে পরিচয় অনন্ত জলিলের। তাকে দেখতেই কাহালু যান এই চিত্রনায়ক। সেখানে ১ ঘণ্টা ছিলেন তিনি।

সেরাসংবাদ ডেস্ক

Post a Comment

أحدث أقدم