বাংলাদেশের শোবিজে অভিনেতা শরিফুল রাজের পথচলা প্রায় এক দশকের। তবে সিনেমায় অভিষেক হয়েছে ২০১৬ সালের সিনেমা ‘আইসক্রিম’দিয়ে। এরপর তাকে দেখা গেছে ২০১৯ সালের ‘ন ডরাই’ এবং ২০২১ সালের ‘গুণিন’ সিনেমায়। অভিনয়ে সাবলীল রাজ, এ কথায় দ্বিমত নেই কারোরই। তবে কেন যেন কাঙ্ক্ষিত আলোচনায় যেন আসতে পারছিলেন না তিনি। যাকে আমরা বলি লাইমলাইট এ আসা।
তবে এবার কিন্তু চিত্র পাল্টাচ্ছে। সদ্য মুক্তি পাওয়া ঈদের সিনেমা ‘পরাণ’ দিয়ে দর্শকের মনে রাজ করতে শুরু করেছেন তিনি। তাকে ঘিরে দর্শকদের অনেক বেশী উচ্ছ্বাস লক্ষ করা গিয়েছে, প্রশংসা বলে দিচ্ছে, বাউন্ডারি হাঁকিয়েছেন এই ঢাকাই অভিনেতা।
রোববার (১০ জুলাই) ঈদের দিন দেশের ১১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পরাণ’। প্রথম দিনই দর্শকের প্রতিক্রিয়া জানতে স্টার সিনেপ্লেক্সে যান সিনেমাটির অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতা। দর্শকের উচ্ছ্বাস ভিডিওবন্দি করে শেয়ার করেছেন তারা।
সেখানে দেখা যায়, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম দর্শককে জিজ্ঞেস করেন, ‘কার অভিনয় ভালো লেগেছে?’ সবাই একবাক্যে বলে ওঠেন, ‘রাজ’।
রাজের প্রতি দর্শকের এই উচ্ছ্বাস আর ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা পরীমণি। সে অনুভূতি প্রকাশ করতেও দেরি করলেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমার পরাণটা, দিলা তো সব কাঁপিয়ে! এভাবেই রাজ করতে থাকো পুরোটা সময়। ঈদ মোবারক।’
সেরাসংবাদ ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন