ভূতের ভয়ে ঘুমাতে পারছেন না মাহিয়া মাহি!! | Bhoot | Mahiya Mahi News

ভূতের ভয়ে ঘুমাতে পারছেন না মাহিয়া মাহি!! | Bhoot | Mahiya Mahi News

 


দীর্ঘদিন প্রেম করে ভালোবেসে নতুন ঘর বেঁধেছেন ঢালিউড এর জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গেলো বছরের সেপ্টেম্বর মাসে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক রাকিব সরকারকে বিয়ে করেন এই অভিনেত্রী। এরপর থেকে স্বামীর সঙ্গেই বসবাস করছেন নায়িকা।

কিন্তু বেশ কিছুদিন ধরেই কেন যেন ভূতের ভয় পাচ্ছেন মাহি। তার দাবি, তিনি ভূত দেখেছেন। এই ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারছেন না। ফেসবুকে অকপটেই সে কথা জানিয়েও দিয়েছেন তিনি।

ফেসবুকের স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘ইয়া আল্লাহ, ভুলিয়ে দাও। ভয়ে আমি ঘুমাতে পারি না।’

এই স্ট্যাটাসের কমেন্টেই ভূতের কথা উল্লেখ করেছেন মাহি। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানতে চান, ‘কী হয়েছে?’ জবাবে মাহি লেখেন, ‘ভূত’। এরপর মানিক আশ্বস্ত করে বলেন, ‘কোনো ভূত নেই। ভুলে যাও। আল্লাহ ভরসা।’ কিন্তু মাহি মানতে নারাজ। তিনি প্রত্যুত্তরে লিখেছেন, ‘আছে, আমি দেখেছি’।

এর আগে গত মে মাসের শেষ দিকে ভূত নিয়ে পোস্ট দিয়েছিলেন মাহি। তখন তিনি লিখেছিলেন, ‘আমার বাসায় ভূত আছে’। মাহির ওই পোস্ট মজার ছলে ছিল নাকি সত্যি, তা বুঝতে পারেননি অনেকেই। তবে শনিবার (১৬ জুলাই) দেওয়া স্ট্যাটাসে বোঝাই যাচ্ছে, তিনি সত্যি সত্যিই ভূতে ভয় পাচ্ছেন।


সেরাসংবাদ ডেস্ক

Post a Comment

Previous Post Next Post