দাম কমিয়েও ক্রেতা পাচ্ছেন না বড় গরুর ব্যাবসায়ীরা

দাম কমিয়েও ক্রেতা পাচ্ছেন না বড় গরুর ব্যাবসায়ীরা

 


আর মাত্র ৭ ঘন্টা । অর্থাৎ রাত পোহালেই আগামীকাল ঈদুল আজহা। হাটগুলোতে চলছে পশু কেনা-বেচা। শেষ মুহূর্তের বাজারে মাঝারি আকারের গরুগুলোর চাহিদাই বেশি। বড় গরুর দিকে তেমন কারো চোখ নেই।

শনিবার (৯ জুলাই) বিকেলে রাজধানীর কমলাপুর পশুর হাট ঘুরে দেখা গেছে, গতকালও যে গরুর দাম উঠেছিল ১০-১২ লাখ, আজ সেগুলোর দিকে ক্রেতাদের পদচারণা নেই।

কমলাপুর হাটে মুন্সিগঞ্জ থেকে কালো একটি ষাঁড় নিয়েছে এসেছিলেন মিশন আহমেদ। হাটের সবচেয়ে বড় এই গরুটির দাম হাঁকানো হয়েছিল ১৫ লাখ টাকা। ৬ বছর ধরে নিজের ঘরে পরম যত্নে লালন-পালন করেছেন গরুটিকে। আজ বিকেলেও গরুটি বিক্রি করতে পারেননি মালিক।

কমলাপুর পশুর হাটে দেখা যায়, ৩৫ মণ ওজনের বিশাল এই গরুর পাশে বসে আছেন মিশন আহমেদ। তিনি গরু অবিক্রীত থাকার শঙ্কায় রয়েছেন।

কথা বলে জানা গেছে, আজ গরুর দাম আরও ৩ লাখ কমিয়ে ১২ লাখ টাকা চেয়েছেন। তাতেও ক্রেতা না পাওয়ায় এখন ১০ লাখ টাকা চাচ্ছেন। তাও ক্রেতারা ৫-৬ লাখ টাকার ওপরে বলতে রাজি নয়। এতে মারাত্মক হতাশায় পড়েছেন এই ব্যাপারী।


সেরাসংবাদ ডেস্ক

Post a Comment

Previous Post Next Post