অনেস্ট রিভিউ:
দেখে এলাম অনন্ত জলিল এর বহুল প্রতিক্ষিত দিন দ্য ডে সিনেমাটি। আমি শ্যোসাল মিডিয়াতে যেমন ট্রলিং দেখেছি এই সিনেমা নিয়ে। বাস্তবে কিন্তু ব্যাপারটা একেবারেই আলাদা। সিনেমাটা খুবই ভালো লেগেছে আমার কেননা এখানে পুরো মুভিটাই হলিউড এর এক্টা ভাবমূর্তী রেখেছে । অনেকটাই মিশন ইম্পসিবল এর এক্টা অনুভুতি দিয়েছে।
অনেকই বলেছে যে গল্পের কোন আগা মাথা নেই। আমি বলবো খুবই ভালো স্টরি টেলিং হয়েহে , তারা কেনো এরকক বলেছে এটাও বলছি। এর কারণ হলো মুভিটাতে অনেক বেশি কাট টু ইউজ করা হয়েছে। লাইক অনেক্টা এরকম হুট করে দেখছি আমাদের জলিল ভাই টারকিতে এক্টা মেয়েকে বাচালো। এর পর পরি দেখলাম সে বাংলাদেশে এবং টারকিতে সে কেন এসেছে সেটা এক্সপ্লেইন করা হয়েছে। যারা নিয়মিত হলিউড এর সিনেমা দেখেন তারা এই কাট টু এর ব্যাবহার সম্পর্কে খুব ভালো বুঝতে পারবেন।
ছবিতে বেশ কিছু টুইস্ট ছিলো যা ভালো লেগেছে লাইক ড্রাগ ডিলারদের গাড়ি নিয়ে পালিয়ে গেলো অনন্ত। শেষ এ এসে বোঝা গেলো পুরোটাই এক্টা প্ল্যান এর অংশ ছিলো।
এর পর যদি ভিএফএক্স এর কথা বলি তাহলে বলবো ভিএফএক্স খুবই এমেচার হয়েছে কারণ ভিএফএক্স এ আমাদের অনন্ত সাহেব ইনভেস্ট করেই নাই।
আর যদি অভিনয় বলি, তাহলে বলবো পুরোন অভিনয় করেছেন তিনি, আজ থেকে ১০ বছর আগে যেমন অভিনয় করতেন ঠিক তেমনি অভিনয় করেছেন তিনি। রোবটিক অভিনয় আর সাথে ভুল ভাল কয়েক্টা ইংলিশ ডায়লোগ যা শুনলে এখন বিনোদন লাগে। এটাতে ট্রলিং এর কিছু নেই। বিধাতা সবাইকে সব প্রতিভা দেয় না। তবে বর্ষা ঠিক ভালো অভিনয় করেছেন।
সিনেমাতে বেশ কিছু মিসটেক আছে, বেশ কিছু ড্রেস এন্ড মেকাপ কন্টিনিউটি মিস্টেকও আছে, যা আমি এক কথায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো কারণ উনি যা দেখাইসেন যে লেভেল এর চেষ্টাটা উনি করেছেন এটা এক কথায় অসাধারণ ছিলো।
সিনেমাএ লোকেশন,সিনেমাটোগ্রাফি, একশন, আর সাথে অসাধারণ কালার গ্রেডিং এক কথায় এই সিনেমাকে ইন্টারনেশনাল লেভেল এ নিয়ে গেছে।
আমি বলবো ১০০ কোটি ইনভেস্ট হয়েছে কিনা জানিনা, তবে ৭০ কোটি ইনভেস্ট হয়েছে এটা সিওর।
রেটিং দিবো আমি - ৭.৫/১০
সেরাসংবাদ ডেস্ক
Post a Comment