যে মানুষটাকে ছাড়া একটা দিনও কাটাতে পারবেন না বলে মনে হয় সেই মানষ্টাই , বিচ্ছেদের ছ’মাস পেরুতেই তার মোবাইল নাম্বার ভুলে যাবে, ১ বছর যেতে না যেতেই ঠিকানা ভুলে যাবেন, আর এভাবেই হয়তো একদিন নামও ভুলে যাবেন।
আর যদি এসবের উল্টো হয় তবে বুঝে নেবেন সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল, অথবা আপনি। আর জন্যই এমনই এক সম্পর্কের রেশ এখনো রয়ে গিয়েছে । আর এমনি গল্প নিয়ে ঈদ উল ফিতরের বিশেষ নাটক নির্মাণ করলেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটির নাম ‘ব্যবধান’। নির্মাতার সঙ্গে নাটকটির গল্প যৌথভাবে লিখেছেন সোহাইল রহমান।
এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান ও মেহজাবীন চৌধুরী।
সেরাসংবাদ ডেস্ক
إرسال تعليق