জয়া আহসানের যে আবেদনময়ী ছবিগুলো উত্তাপ ছড়াচ্ছে নেট দুনিয়ায় | Joya Ahsan News

জয়া আহসানের যে আবেদনময়ী ছবিগুলো উত্তাপ ছড়াচ্ছে নেট দুনিয়ায় | Joya Ahsan News

 


(জয়া আহসান)

৬ জুলাই বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুকে ও ইনস্টাগ্রামে সাদা পোশাকে আবেদনময়ী সাজে কয়েকটি বোল্ড ছবি পোস্ট করেন। আর ছবিগুলো শেয়ার করার সাথে সাথেই ঝড় বইতে শুরু করে নেটিজেনদের হৃদয়ে। জয়ার কোমলতার প্রশংসা সবার মুখে।

এর আগে ৫ জুলাই মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করেন  জয়া আহসান এবং সেই ভিডিও নিয়ে আবারো আলোচনায় আসেন এ তারকা। তিনি তার ফটোশুটের একটি ভিডিও তার ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন। এই ভিডিও শেয়ার হতেই মুহূর্তে ছড়িয়ে গেছে।

ভিডিওতে দেখা গিয়েছে তার বেশ কিছু আবেদনময়ী মুহূর্ত। ক্যামেরার সামনে বেশ আবেদনময়ী হয়ে একের পর এক পোজ দিয়েছেন জয়া।

মূলত, সেখান থেকেই কিছু ছবি নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটির নিচে কমেন্টে অনেকে প্রশংসা করেছেন জয়ার। আর নিন্দুকেরা নিন্দাও করেছেন।

সেরাসংবাদ ডেস্ক

Post a Comment

أحدث أقدم