পরনে খুব সাধারণ সালোয়ার কামিজ, মলিন চেহারায় বসে আছেন রিকশার চালকের আসনে। দু’পায়ের শক্তিতে ঘোরাচ্ছেন প্যাডেল। প্রথম দেখায় অনেকেই চিনতে পারবেন না। কিন্তু খেয়াল করলে বোঝা যায়, ইনি আসলে এখনকার সময়ে ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
জানা গেছে নাটকের প্রয়োজনেই এমন পোষাক এবং এরকম চরিত্র ধারণ করেছেন তিনি। নাটকটির নাম ‘রিকশা গার্ল’। এতে একজন রিকশা চালক তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন তাঞ্জিন তিশা। ঈদ-উল-আজহা উপলক্ষে আরটিভিতে প্রচারিত হয়েছে নাটকটি। আর ১৪ জুলাই সন্ধ্যায় এটি উন্মুক্ত করা হয় ইউটিউবে আরটিভি ড্রামা চ্যানেলে।
এরপর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছে এই নাটক। এতে তিশার অভিনয় মন ছুঁয়ে যাচ্ছে দর্শকের। প্রথম ১৬ ঘণ্টাতেই ৪ লাখের বেশিবার দেখা হয়েছে নাটকটি। কমেন্টের ঘরে জমা হচ্ছে ইতিবাচক সব মন্তব্য। যেখানে তিশার অভিনয়ের প্রশংসা করছেন সবাই। কৃতিত্ব দিচ্ছেন এর গল্প, পরিচালক এবং সহ অভিনেতাকেও।
অ্যাঞ্জেল লামিয়া নামে একজন লিখেছেন, ‘আমি ইন্ডয়ান হয়েই বলছি, বাংলাদেশের নাটক দেখে আমার গর্ব হয়। সব নাটকেই ভালো কিছু শেখার আছে, বাংলাদেশের নাটক হচ্ছে বিশ্ববিখ্যাত।’ রিয়াজ আহমেদ নামে একজন লিখেছেন, ‘সত্যিই চমৎকার একটা কাজ হয়েছে। শেষটা দেখে কান্না ধরে রাখতে পারিনি। তিশার অভিনয় অসম্ভব সুন্দর হয়েছে। চরিত্রকে নিজের মধ্যে ধারণ করেছে। ব্যতিক্রম একটি গল্প। গানও অর্থবহ।’ আরেকজন লিখেছেন, ‘অসাধারণ একটা নাটক। এই নাটক দেখে আমাদের সকলের চোখে পানি চলে আসলো। কিন্তু বাস্তবে যারা এই পরিস্থিতিতে আছে তাদের কথা একবার ভাবুন। এই সমাজে যারা একটু পয়সাওয়ালা আছেন একটু সুদৃষ্টি দিন তাহলে সমাজটা বদলে যাবে।’
সেরাসংবাদ ডেস্ক
إرسال تعليق