সম্প্রতি কমল হাসান কন্যা শ্রুতি হাসান তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ওয়ার্ক আউটের ভিডিও পোস্ট করেছেন। আর সেখানেই তিনি জানিয়েছেন, পিসিওএস রোগে আক্রান্ত। এই পিসিওএস (পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম) একটি হরমোন জনিত রোগ। এই ভয়ংকর রোগে আক্রান্ত হলে বমি বমি ভাব এবং হজম, চুল পড়া, ওজন বৃদ্ধি এইসব বেশ কিছু সমস্যা
দেখা যায়।
এর পর শ্রুতি হাসান তার পোস্টে লিখেছেন, পিসিওএস'র কারণে আমাকে খুব খারাপ হরমোনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। যারা এই সমস্যায় ভুগছেন, তারা জানেন এই শারীরিক অবস্থায় কী কী সমস্যা হয়। বমি ভাব এবং হজমের সমস্যা এবং আরও নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু এটাকে লড়াই হিসেবে দেখার পরিবর্তে আমি স্বাভাবিক প্রক্রিয়ার উপর ভরসা রাখছি। স্বাভাবিকভাবেই আমার শরীর আবার যখন ঠিক হয়ে যাবে, সেই সময়ের অপেক্ষা করছি। সঠিক খাওয়া দাওয়া, পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং শরীরচর্চা উপভোগ করছি। আমার শরীর এখন ঠিক নেই। কিন্তু আমার মন ভালো আছে। সুস্থ থাকো, ফিট থাকো, খুশি থাকো আর খুশির মুহূর্তগুলো উপভোগ করো। আমি জানি এই কথাগুলো আমার মুখে অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু আমি নিজে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কারণে এই পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে।
সেরাসংবাদ ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন