Movie Name - Shutter Island
Genres: Drama | Mystery | Thriller
IMDb Ratings: 8.0/10
Rotten Tomatoes: 68% / 75%
Runtime: 138 min
Director: Martin Scorsese
Writers: Laeta Kalogridis (screenplay), Dennis Lehane (novel)
Actors/Actress: Leonardo DiCaprio, Mark Ruffalo, Ben Kingsley & Michelle Williams etc.
Release Date: 19 February 2010 (USA)
প্লটঃ সময়টি ১৯৫৪ সাল, যুদ্ধ (২য় বিশ্বযুদ্ধ) ফেরত সৈনিক ও ইউএস মার্শাল (বিশেষ শাখার পুলিশ) টেডি ড্যানিয়েলসকে (লিউনারদো ডি কেপরিও) বসটোনের সাটার আইসল্যান্ড এ অ্যাশলিফ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া এক রোগীর কেসটির দায়িত্ব দিয়ে সেখানে পাঠানো হয়। সহযোগী হিসেবে টেডির সাথে আসেন চাক আলে (মার্ক রাফেলো)। এই হাসপাতাল সম্পর্কে কারোরই কোন ধারনা ছিল না। জেডি থেকে হাসপাতালে যাওয়ার সময় এই হাসপাতালের শক্ত বৈদ্যুতিক নিরাপত্তা দেখে টেডি অবাক হন। এসে জানতে পারেন র্যাচেল সোল্যান্ডো নামে এক মহিলা রোগী তার কামড়া থেকে গত রাতে উধাও হয়ে গেছেন। এই মহিলা তার তিন সন্তানকে বাড়ির পিছনের ঝিলে ডুবিয়ে মেরেছে কিন্তু সে এখনো মনে করে তার সন্তানরা বেঁচে আছে এবং তারা স্কুলে আছে। সে পালিয়ে যাওয়ার সময় কোন ক্লু রেখে যায় নি এবং এও শুনে খুবই অবাক হন যে র্যাচেলের সাইকাট্রিট ডাঃ শিহান এই ঘটনার পরদিন ছুটিতে তার বাড়িতে চলে গেছেন। মার্শাল টেডি তার সহযোগীকে নিয়ে এই রহস্য উম্মোচনে ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সাক্ষাৎকার ও জিজ্ঞাসাবাদ করতে থাকেন এবং এক পর্যায়ে ডাঃ শিহানের চলে যাওয়ার সাথে এই ঘটনার কোন সম্পর্ক আছে কিনা জানতে তার সকল নথিপত্র চাইলে প্রধান কর্মকর্তা ডাঃ কাউলি (বেন কিন্সলি) দিতে অস্বীকৃতি জানায়, এতে চটে যান টেডি এবং তার অনুসন্ধান শেষ, কাল সকালে সব চুকিয়ে চলে যাবেন বলে জানিয়ে দেন কিন্তু পরের দিন প্রচন্ড ঝড় তাদের যেতে বাদ সাধে। এই দিকে অভিজ্ঞ মার্শাল টেডি তার সহযোগী চাককে তার সন্দেহের কথা জানান যেঁ এখানে গোপনীয় খারাপ কিছু হচ্ছে যা বাইরের দুনিয়া কিছুই জানে না হয়তো এই মানুষিক বিকার গ্রস্থ রোগীদের গিনিপিগ বানিয়ে গোপন কোন গবেষণা হচ্ছে, এছাড়া হাসপাতালের ওয়ার্ড A বা B তে যেতে দিলেও তাদের C তে যেতে বারণ থাকায় টেডি আরো সন্দেহ প্রবণ হয়ে পরেন। কি হচ্ছে এখানে??? যে করেই হোক তাকে রহস্য উম্মোচন করে ওদের আসল চেহারা তুলে ধরতে হবে। তাই সে ফিরে না গিয়ে অনুসন্ধান চালিয়ে যাবেন বলে চাককে তার পরিকল্পনার কথা জানান ও সেই মতে অনুসন্ধানও শুরু করে দেন তার সহযোগীকে নিয়ে। এরই মধ্যে জানতে পারেন র্যাচেল সোল্যান্ডোকে তার কামড়াতেই পাওয়া গেছে। টেডির সকল অনুসন্ধান জট পাকিয়ে যেতে থাকে। হাসপাতাল কতৃপক্ষের তাকে নিয়ে এক গোপন পরিকল্পনার কথা ফাস হয়ে যায় তার কাছে যে, তাকেই উল্টো রোগী বানিয়ে এখানে আটকে রাখবে, আর কখনো মূল ভুখন্ডে যেতে দিবে না। কি করবে এখন টেডি ড্যানিয়েলস (লিউনারদো ডি কেপরিও) ????? নিজেকে বাঁচাবে নাকি এই রহস্য উম্মোচন করবে????
মন্তব্যঃ আমি উপরে উল্লেখিত প্লটটি খুব সামান্যই বলেছি আসল টুইস্ট মুভির শেষ পর্যায়ে। ধরুন আমি আপনার সাথে গল্প করতে করতে আপনাকে আমার প্রতি এমন আচ্ছন্ন করে ফেলছি যে আমার প্রতি এক ভাল লাগা ও সিম্প্যাথি তৈরি হল আপনার এমন এক পর্যায়ে হঠাৎ আপনাকে এক থাপ্পড় মেরে আমার জাত চিনালাম। আপনি যেমন হচকিয়ে যাবেন তেমনি এই মুভির শেষ পর্যায়ে পরিচালক আপনাকে এক থাপ্পড় মেরে মুভিকে ইউ টার্ন করে হচকিয়ে দিবে। [ ভয় পাইয়েন না বাস্তবে কোন থাপ্পড় খাবেন না মজা করে বললাম, হা হা হা] আর কিছু বললাম না, কিপ হ্যাপি মুভিইং!!!!!
বাংলা সাবটাইটেলঃ মুভিটিতে এতই টুইস্ট ও ড্রামাটিক থাকায় অনেকের কাছেই বুঝতে কিছুটা কঠিন লাগতে পারে। তাদের বলব এই বাংলা সাবটাইটেল দিয়ে দেখুন সব ঝকঝকে ফকফকে লাগবে। অনুবাদক সাইমন এলেক্সের অনুবাদ ভাল হয়েছে।
সেরাসংবাদ ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন