ইদানিং সময়ে বাংলাদেশের মোট ১১টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলের তাপমাত্রা খুব বেশি লক্ষ করা না গেলেও অতিরিক্ত বেশী গরম অনুভূত হচ্ছে। কিন্তু কেন এমনটা হচ্ছে ? এর ব্যাখ্যা দিয়েছেন কয়েকজন আবহাওয়াবিদ।
আবহাওয়াবিদ জানান, তাপমাত্রা যখন ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে তখন গিয়ে তাপপ্রবাহ সৃষ্টি হয়। দেশে গরম বেশি না। তাপপ্রবাহ যেটা আছে, তা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যাকে আমরা বলে থাকি মৃদু তাপপ্রবাহ। কিন্তু মানুষের মধ্যে গরম লাগার অনুভূতি অনেক বেশি হচ্ছে মূলত বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে। এ ছাড়া বর্ষায় কয়েক দিন বৃষ্টি বেশি হলে তাপমাত্রা কমে যায়। এখন কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও সেভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে না। সে কারণে তাপমাত্রা কমছে না। ১৬ বা ১৭ জুলাইয়ের আগে এ অবস্থা পরিবর্তনের সম্ভাবনা খুব কম। তবে এরপর বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়বে বলেও মনে করেন এ আবহাওয়াবিদ।
মৌসুমি বায়ু বাংলাদেশে দুর্বলভাবে অবস্থান করছে। সে কারণে বৃষ্টি কম হচ্ছে ।
মৌসুমি বায়ু আসে দক্ষিণ দিক থেকে। সেখানে সমুদ্র পৃষ্ঠের ওপরের অংশে তাপমাত্রা বেশি থাকে। ফলে ওই দিক থেকে বাতাস এলেও তা গরম থাকে। ফলে বাতাসও পাওয়া যায়, আবার গরমও অনুভূত হয়।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে, ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ৩৬, টাঙ্গাইলে ৩৬.২, সিলেটে ৩৭.৩, শ্রীমঙ্গলে ৩৭.২, ঈশ্বরদীতে ৩৬.৫, বগুড়ায় ৩৬.৫, সিরাজগঞ্জের তাড়াশে ৩৬, রংপুরে ৩৬.৫, দিনাজপুরে ৩৭.৪ ও সৈয়দপুরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দেশের বাকি অঞ্চলগুলোর তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন পর দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এর পর বৃষ্টি হওয়ার সাথে সাথেই গরমটা কমে যাবে বলে তারা ধারনা করছে ।
সেরাসংবাদ ডেস্ক
إرسال تعليق