তবে কি শেষ হতে চলেছে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক "মিঠাই"? | Zee Bangla Serial Mithai

তবে কি শেষ হতে চলেছে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক "মিঠাই"? | Zee Bangla Serial Mithai

 

একদম প্রথম থেকে ভালোই করছিলো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই।’ টানা একবছর ছিল টিআরপি তালিকার একেবারে শীর্ষে। কিন্তু সম্প্রতি কেন যেন এই ধারাবাহিক পৌঁছে গেছে পঞ্চম স্থানে। আর এরই মধ্যে সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো, যেখানে মিঠাইকে গুলিবিব্ধ অবস্থায় দেখা যাচ্ছে। 

আর এ থেকেই গুঞ্জন উঠেছে মিঠাই কি তাহলে শেষ হয়ে যাচ্ছে? নতুন প্রোমোতে দেখা যাচ্ছে নিপা ও রুদ্রর বিয়ে হচ্ছে। বাড়ির সবাই আনন্দে মেতেছে। তার মাঝেই সেখানে হাজির হয় ওমি। বন্দুক তাক করে সিডের দিকে, যা চোখে পড়ে যায় মিঠাইয়ের। সিডকে বাঁচাতে এগিয়ে আসে মিঠাই। আর সরাসরি গুলি লাগে তার। 

এই প্রোমো দেখেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে মৃত্যু হবে মিঠাইয়ের আর নায়িকার মৃত্যুতেই বন্ধ হবে ধারাবাহিক।  

দর্শকের চিন্তা এখন- মিঠাইয়ের গল্পে নয়া মোড় আসবে নাকি ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। তবে আনুষ্ঠানিকভাবে এই ধারাবাহিকের বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি।  

সেরাসংবাদ ডেস্ক

Post a Comment

নবীনতর পূর্বতন