ভক্তদের সুখবর দিলেন ‘বেজবাবা’ সুমন | Bassbaba Sumon | Aurthohin Band | Bangla News

ভক্তদের সুখবর দিলেন ‘বেজবাবা’ সুমন | Bassbaba Sumon | Aurthohin Band | Bangla News

 



বাংলাশের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’-এর কন্ঠশিল্পি, ‘বেজবাবা’ সুমন দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে আবার গানে ফিরেছেন। গত বছরের সেপ্টেম্বরে তিনি প্রকাশ করেন কামব্যাক সং ‘বয়স হলো আমার’। যা অনেক বেশী সারা ফেলে দেয় নেট দুনিয়ায়। এবার সুমন জানালেন ‘অর্থহীন’-এর অষ্টম একক অ্যালবাম নিয়ে আসছেন আবারো। বর্তমানে রাতদিন পরিশ্রম করে অ্যালবামটির গান তৈরি করছেন। শিগগিরই এই অ্যালবামের বিস্তারিত ভক্তদের জানাবেন।

রোববার (১৫ আগস্ট) রাতে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানান সুমন। তিনি লেখেন, ‘গত একটা সপ্তাহ ভয়ানক ব্যস্ততায় ছিলাম। ঘুমিয়েছি প্রতিদিন গড়ে ৪ ঘণ্টার বেশি না। সারাক্ষণ ব্রেইনস্টরমিং, প্ল্যানিং, স্ট্র‍্যাটেজি, এক্সেকিউশন! কোন একটা কিছু করে সেটাতে ব্যর্থ হয়ে আবার প্রথম থেকে শুরু করছিলাম অনেক কিছুই। মন ও শরীর যেন একটু পরপর রোলারকোস্টার রাইডে উঠছিলো। মজার ব্যাপারটা হলো একবারের জন্যও বিরক্তি আসেনি মনে। কারণ কাজটা আমার কাছে অনেক 'স্পেশাল' বলা যেতে পারে। কারণ কাজটা অর্থহীনের অষ্টম অ্যালবামের।’

‘বেজবাবা’ খ্যাত এই গায়ক আরও লেখেন, ‘অর্থহীনের অ্যালবামের কাজ করার সময় এটা খুব কমন একটা সিনারিও। ব্যান্ডের প্রতিটা মেম্বার আমার মত পাগলামি করতে থাকে কয়েক দিনের জন্য! গতকাল ভোর সাড়ে পাঁচটায় হঠাৎ মার্ক বলল ‘সুমন ভাই, এই সেশনে আমাদের অ্যালবামের অর্ধেক কাজ করার কথা। সাত দিনে কাজ কিন্তু শেষ (বসার কথা ছিল পনের দিন)!’  শিশির আর মহান ততক্ষণে বাসায় চলে গেছে। সুতরাং শুধু আমরা দুজন ঘুমের সমস্যা হবে জেনেও মিস্টার আবসার সারটিফাইড ব্ল্যাক কফি খেয়ে সেলিব্রেট করলাম (কারণ আমরা অনেক কুল)।’

আগামী ১০-১৫ দিনের মধ্যে অ্যালবামের বাকি অর্ধেক গান শেষ হবে বলেও জানান এই শিল্পী, ‘আগামী মাসে আবার স্টুডিওতে ঢুকবো ১০-১৫ দিনের জন্য, বাকি হাফ অ্যালবামের কাজ শেষ করার জন্য ইনশাআল্লাহ। গত বছরের শেষে বলেছিলাম আমাদের অষ্টম অ্যালবাম ২০২২ সালে ছাড়বো। ইনশাআল্লাহ হতাশ করবো না। অ্যালবামের ডিটেইল অর্থহীনের পেজ থেকে শিগগিরই অফিশিয়ালি জানানো হবে। সবাই ভালো থাকবেন।’

সেরাসংবাদ ডেস্ক

Post a Comment

Previous Post Next Post