বিএনপির সমাবেশে ঢুকতে বাধা দিচ্ছে না পুলিশ | BNP SHOMABESH | Sherashongbad

বিএনপির সমাবেশে ঢুকতে বাধা দিচ্ছে না পুলিশ | BNP SHOMABESH | Sherashongbad


ঢাকার সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বিভিন্ন এলাকা থেকে বিএনপির গণসমাবেশে আসছেন নেতা-কর্মীরা। সমাবেশস্থল ঘিরে সাঁজোয়া যান, জলকামানসহ বহু পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। তবে সমাবেশে প্রবেশ করতে নেতা-কর্মীদের বাধা দিচ্ছেন না পুলিশ সদস্যরা।

সমাবেশস্থলের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, সমাবেশস্থলের চারপাশে প্রচুর পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। কমলাপুর, যাত্রাবাড়ী এলাকায় সড়কের একপাশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। সাঁজোয়া যান, জলকামান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা। তবে সমাবেশস্থলে ঢুকতে কাউকে বাধা দেওয়া হচ্ছে না।

 জাতীয়তাবাদী কৃষক দলের ধর্মবিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘সমাবেশে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে না। তবে ঢাকার বাইরে থেকে যাঁরা এসেছেন, তাঁদের আসার পথে হয়রানির শিকার হতে হয়েছে। হোটেল না পাওয়ায় অনেকেই পথে পথে ছিলেন।’

ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে প্রায় ৩৪ হাজার পুলিশ সদস্য মাঠে রয়েছেন। এর পাশাপাশি র‍্যাব, আনসার, এপিবিএন সদস্যরাও রয়েছেন।

বিএনপির সমাবেশস্থলের আকাশে র‍্যাবের একটি হেলিকপ্টারকে টহল দিতে দেখা যাচ্ছে। র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান হেলিকপ্টার টহলের বিষয়টি নিশ্চিত করেছেন।

সেরাসংবাদ ডেস্ক

Post a Comment

নবীনতর পূর্বতন