ঢাকার সায়েদাবাদের গোলাপবাগ মাঠে শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ। বক্তব্য দিচ্ছেন নেতারা। তাঁরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার সব নেতা-কর্মীর মুক্তি চেয়েছেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে সমাবেশ শুরু হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির গণসমাবেশে এসেছেন নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তব্য দিয়েছেন, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন। বক্তব্য দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। তাঁরা ফখরুল ও আব্বাসসহ দলের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। তাঁরা বলেছেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সমাবেশে যাঁরা এসেছেন তাঁদেরও নানাভাবে হয়রানি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দলের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে বলেন তাঁরা। এসব হয়রানির অবসান চান বিএনপির নেতারা।
বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার পর গণসমাবেশস্থল পেরিয়ে রাস্তাতেও মানুষ অবস্থান নিয়েছে।
গোলাপবাগ মাঠের চারপাশের সড়কগুলোয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান করছেন। সায়েদাবাদের জনপদ মোড় ও যাত্রাবাড়ী মোড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
সেরাসংবাদ ডেস্ক
إرسال تعليق