ফখরুল ও আব্বাসকে গ্রেপ্তারের ঘটনায় ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের উদ্বেগ | BNP teachers in DU are concerned about the arrest of Fakhrul and Abbas

ফখরুল ও আব্বাসকে গ্রেপ্তারের ঘটনায় ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের উদ্বেগ | BNP teachers in DU are concerned about the arrest of Fakhrul and Abbas

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। তারা বলেছে, রাজনৈতিক নির্যাতন ও হামলা-মামলার মাধ্যমে ভীতিকর পরিবেশ তৈরি করে বর্তমান সরকার তাদের কর্তৃত্ববাদী শাসনকে দীর্ঘায়িত করতে চাইছে। তবে দেশের গণতন্ত্রকামী মানুষ এ ধরনের হীন অপচেষ্টা বিনা প্রতিবাদে আর মেনে নেবে না।

আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেছেন সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। গতকাল দিবাগত রাত তিনটার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় হওয়া মামলায় আজ দুপুরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

সাদা দল বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাসসহ দলের কেন্দ্রীয় নেতা ও সাধারণ কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।


বিবৃতিতে বলা হয়, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তারের মাধ্যমে সরকার ও ক্ষমতাসীন রাজনৈতিক দল শুধু ১০ ডিসেম্বরের সমাবেশকে বানচাল করার অপচেষ্টাই করছে না, বরং দ্রব্যমূল্য বৃদ্ধি, সীমাহীন দুর্নীতি, সম্প্রতি প্রকাশিত ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারির বিষয়সহ সরকারের ব্যর্থতায় ক্ষুব্ধ জনমানুষের দৃষ্টিকে অন্যদিকে সরানোর অপচেষ্টা করছে। শুধু তা-ই নয়, এ ধরনের রাজনৈতিক নির্যাতন ও হামলা-মামলার মাধ্যমে ভীতিকর পরিবেশ তৈরি করে তাদের কর্তৃত্ববাদী শাসনকে দীর্ঘায়িত করতে চাইছে। তবে দেশের গণতন্ত্রকামী মানুষ এ ধরনের হীন অপচেষ্টা বিনা প্রতিবাদে আর মেনে নেবে না। ইতিহাস সাক্ষ্য দেয় যে নির্যাতন-নিপীড়ন করে কখনো গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করা যায় না। এবারও এটি সম্ভব হবে না।

বিবৃতিতে অবিলম্বে মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি করা হয়। পাশাপাশি ১০ ডিসেম্বরের শান্তিপূর্ণ গণসমাবেশসহ সব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করা থেকে সরকার বিরত থাকবে বলেও আশা করা হয়। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায়দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ার করেন তাঁরা।

সেরাসংবাদ ডেস্ক

Post a Comment

Previous Post Next Post