মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে সুকুমারের সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’। শুধু আল্লু অর্জুন নন, রাশমিকা মান্দানাও নজর কেড়েছেন এ ছবিতে। কারণ, প্রথম সিনেমার চেয়ে এ ছবিতে রাশমিকাকে অভিনয়ের বেশি জায়গা দেওয়া হয়েছে। ছবিতে বেশ কিছু সাহসী দৃশ্যে দেখা গেছে তাঁকে। বিশেষ করে ‘পিলিংস’ গানে রাশমিকার সাহসী নাচের দৃশ্য চর্চায়। তবে এই নাচের দৃশ্য নিয়ে নাকি প্রথম থেকেই বেশ চাপে ছিলেন অভিনেত্রী। নাচের ভঙ্গিমার কথা শুনেই নাকি আঁতকে উঠেছিলেন তিনি।
ইউটিউব চ্যানেলে গালাটা প্লাসে সমালোচক ভরদ্বাজ রঙ্গনকে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা বলেছেন, ‘ছবি মুক্তির কয়েক দিন আগে “পিলিংস” গানের শুটিং হয়।
ছবিতে প্রায়ই নায়িকাকে কোলে তুলে নেন নায়ক। আর রাশমিকার নাকি কোলে উঠতেই ভয় করে।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘আমাকে কোলে তুললে সত্যিই খুব ভয় করে। আর এই গানে পুরোটাই কোলে উঠে নাচ রয়েছে। আমি বুঝতে পারছিলাম না, কীভাবে নাচব। কিন্তু আমি বুঝেছি, একবার সিদ্ধান্ত নিয়ে নিলে আমি নিজেকে পরিচালক ও সহ-অভিনেতার কাছে সমর্পণ করে দিই। তখন ভেবে নিই, কাজটা করতেই হবে। ছবির জন্য যা যা প্রয়োজন তা-ই করব।’
অভিনেত্রী যোগ করেন, ‘নিজের ওপর অবিশ্বাস থাকলে কাজ করা যায় না। অভিনেতা হিসেবে আমি জানি, বিনোদন দেওয়া আমার কাজ। পরিচালককেও আমার কাজের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। এটাই তো আমার রুজিরুটি।’
Post a Comment