এদিকে বলিউডের প্লেব্যাক কুইন নেহা কক্করের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগীতশিল্পীর ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, পুলিশ হাত ধরে নিয়ে যাচ্ছে নেহাকে। চোখে জল নেহার। কোনও একটি অনলাইন প্রতারণায় ফেঁসে গেছেন।
নেহার গ্রেপ্তার হওয়ার যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা নকল ছবি। সেটা আসলে এআই দ্বারা নির্মিত। প্রযুক্তির বিড়ম্বনায় যেন নাজেহাল তারকারা। যদিও নেহার এই ছবিতে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া।
কেউ যেমন নেহার প্রতি দুঃখপ্রকাশ করেছেন, কেউ আবার উচ্ছ্বসিত। যদিও এই নকল ছবি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি নেহা। মাঝেমধ্যেই সংগীতশিল্পীকে নিয়ে নানা বিতর্ক শোনা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন