বলিউডে হিরো হতে গিয়ে হলেন ভিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনিকে বিয়ে করেছেন এই অভিনেতা, এখন কী করেন?
শরদ কাপুরকে মনে আছে? হিরো হিসেবে নন, নিজের পরিচয় তৈরি করেছিলেন ভিলেন হিসেবে৷ ১৯৯৬-এ পরিচালক মহেশ ভাটের দস্তক ছবি৷ নায়িকা হিসেবে ছিলেন সুস্মিতা সেন৷ নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা শরদ কাপুর৷
শরদ কাপুর তাঁর ছবির মাধ্যমে যতটা নাম করেন, তার থেকে বেশি রোমাঞ্চকর ছিল তাঁর নিজের জীবনের গল্প৷ শরদ কাপুর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুকে বিয়ে করেছেন।
কলকাতার ছেলে শরদ কাপুর৷ ১৩ ফেব্রুয়ারি ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন তিনি৷ তাঁর বাড়ির সঙ্গে সিনেমার জগতের কোনও যোগাযোগ ছিল না৷ ৯ এর দশকে শরদ তাঁর কেরিয়ারের জন্য মরিয়া ছিলেন৷ অভিনয়ের স্বপ্ন নিয়ে তিনি মুম্বই পাড়ি দেন৷
প্রথমে তিনি পরিবারেরর সকলের কাছে এই কথা জানান৷ তাঁদের সম্মতি নিয়েই তিনি কলকাতার বাইরে পা রাখেন স্বপ্নের পাখা মেলতে৷ শরদ কাপুর তাঁর সংগ্রাম শুরু করেন এবং প্রায় ৬ মাস ধরে প্রতিদিন মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়াতে থাকেন।
এরপর ৪৩ গুলি ছবিতে অভিনয় করার পরেও শরদ কাপুর কোনও সাফল্য পাননি। হিরো থেকে ভিলেন হিসেবে কিছুটা কাজ এগিয়েছিল তাঁর৷ কিন্তু সেভাবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করতে পারেননি শরদ৷
إرسال تعليق