শাশুড়ির কথা শুনে কান্না করেন ঐশ্বরিয়া | Aisharya-Jaya Latest News

শাশুড়ির কথা শুনে কান্না করেন ঐশ্বরিয়া | Aisharya-Jaya Latest News


শাশুড়ি আর পুত্রবধূর সম্পর্ক নাকি খুব একটা মধুর নয়- বচ্চন পরিবার নিয়ে এমন গুঞ্জন প্রায়ই শোনা যেত। জয়া বচ্চনের সঙ্গে বনিবনার অভাবের কারণেই বচ্চন পরিবারের সঙ্গে খানিক দূরত্ব বজায় রাখেন ঐশ্বরিয়া। এমনকি গত বছর ঐশ্বরিয়া এবং অভিষেকের বিচ্ছেদ গুঞ্জনের মাঝেও এমন কথা ছড়িয়েছিল। 

কিন্তু সত্যিই কি ঐশ্বরিয়া ও জয়া বচ্চনের সম্পর্ক এতটাই তিক্ত? প্রথম দিকে শাশুড়ি-পুত্রবধূর সম্পর্ক তিক্ত ছিল না। বরং বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখাও গেছে তাদের। তেমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। 

সেই ভিডিওতে পুত্রবধূর ভূয়সী প্রশংসা করতে দেখা যায় জয়াকে। ২০০৭ সালের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও এটি। পুরস্কার নেওয়ার সময় জয়া বলেছিলেন, 'আমাকে এর আগেও এই পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু আমি সেই পুরস্কার গ্রহণ করিনি। আমি মনে করেছিলাম, এটা উপযুক্ত সময় নয়। কিন্তু আজ আমি এক অসাধারণ সুন্দরী ও ভালো মেয়ের শাশুড়ি হতে চলেছি।'

শুধু তাই নয়, ঐশ্বরিয়ার বিষয়ে জয়া বলেছিলেন, 'ওর মধ্যে মূল্যবোধ রয়েছে। নিজের সম্মান রাখতে জানে। আর ওর হাসিটাও খুব সুন্দর।' 

তখন শাশুড়ির মুখে প্রশংসা শুনে চোখে জল এসে যায় ঐশ্বরিয়ার, মুখে লেগে থাকে হাসি। সেই ভিডিও ভাইরাল হতেই অনুরাগীদের প্রশ্ন, 'কীভাবে এত ভালো সম্পর্কে তিক্ততা তৈরি হল?' 

Post a Comment

أحدث أقدم